লাইট-ক্যামেরা, অভিনয়, গ্ল্যামার, খ্যাতি— বলিউডের কথা বললেই মনে পড়ে যায় এই শব্দগুলো। মুম্বইয়ের এই গ্ল্যামারাস জগৎ হাজার হাজার তরুণ-তরুণীকে আকৃষ্ট করে। বলিজগতে নাম করার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পা দেন তাঁরা। তাঁদের মধ্যে কেউ কেউ চেষ্টা, কঠোর পরিশ্রম এবং ভাগ্যের উপর ভর করে দর্শকের মনে জায়গা করে নেন। কেউ আবার সারা জীবন চেষ্টা করেও তেমন নাম করতে পারেন না।