আন্দ্রেয়া পাল্টা অভিযোগ করেন, অঙ্কিতের বাবা নাকি তাঁর সঙ্গে অশালীন আচরণ করছিলেন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিলেন বলে অঙ্কিতের বাবার গায়ে হাত তুলেছিলেন বলে দাবি করেন বিনোদের স্ত্রী। এই ঘটনা নিয়ে টিনসেল নগরীতে কম বিতর্ক হয়নি। বর্তমানে বিনোদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আবার চর্চায় এসেছেন আন্দ্রেয়া।