Advertisement
১২ ডিসেম্বর ২০২৪
Naomika Saran

পড়াশোনা শেষ! এ বার কি অভিনয়ে নামবেন ডিম্পলের নাতনি?

বন্ধুদের ছবির পাশাপাশি দিদা ডিম্পল কাপাডিয়ার সঙ্গেও ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলির সঙ্গে ক্যাপশনে লেখা, ‘‘আমার প্রিয় মানুষদের পাশে নিয়েই স্নাতক ডিগ্রি অর্জন করলাম।’’

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫২
Share: Save:
০১ ১৪
Naomika Saran

টিনসেল নগরীতেএখন তারকা সন্তানদের ভিড়। সেই ভিড়ে এ বার চর্চায় রাজেশ খন্না এবং ডিম্পল কাপাডিয়ার নাতনি নাওমিকা সরন।

০২ ১৪
Naomika Saran

কিন্তু নাওমিকাকে নিয়ে এত মাতামাতির কারণ কী? গুরুগ্রামের একটি স্কুলে পড়ছিলেন তিনি। সম্প্রতি স্নাতক স্তরের পড়াশোনা শেষ করলেন নাওমিকা।

০৩ ১৪
Naomika Saran and Dimple Kapadia

নিজের ইনস্টাগ্রাম থেকে ছবি ভাগ করেছেন নাওমিকা। বন্ধুদের ছবির পাশাপাশি দিদা ডিম্পল কাপাডিয়ার সঙ্গেও ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলির সঙ্গে ক্যাপশনে লেখা, ‘‘আমার প্রিয় মানুষদের পাশে নিয়েই স্নাতক পাশ করলাম।’’

০৪ ১৪
Twinkle Khanna

নাওমিকাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মাসি টুইঙ্কল খন্না। ছবির তলায় মন্তব্য করেছেন, ‘‘নাওমি, তোমায় ভালবাসি।’’ ছবির মহিলাদের যে দেখতে দুর্দান্ত লাগছে তা-ও জানাতে ভোলেননি টুইঙ্কল।

০৫ ১৪
Navya Naveli Nanda

অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা এবং অভিনেতার নাতনি নব্যা নাভেলি নন্দাও ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন নাওমিকাকে। ইনস্টাগ্রামেনাওমিকাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রী সোনালি বেন্দ্রেও।

০৬ ১৪
Naomika Saran and Aarav Kumar

চলতি বছরেই অক্ষয় কুমারের পুত্র আরভের সঙ্গে একটি ছবি পোস্ট করে চর্চায় এসেছিলেন নাওমিকা। ভাই-বোনের এই ছবি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে।

০৭ ১৪
Naomika Saran

২০০৪ সালের ১৯ অক্টোবর মুম্বইয়ে জন্ম নাওমিকার। নাওমিকার মা রিঙ্কি একসময়ে বলিউডের সঙ্গে যুক্ত থাকলেও তাঁর বাবা সমীর এক জন ব্যবসায়ী।

০৮ ১৪
Naomika Saran

নাওমিকার ছোট ভাইও রয়েছে। মুম্বইয়ে জন্ম হলেও নয়াদিল্লির স্কুলে পড়াশোনা করেছেন নাওমিকা।

০৯ ১৪
Naomika Saran

তার পর গুরুগ্রামের একটি স্কুল থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন নাওমিকা। ২০২২ সালে ১৮ বছরে পা দিয়েছেন তিনি।

১০ ১৪
Naomika Saran

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে নাওমিকার অনুরাগীর সংখ্যা ২৭ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

১১ ১৪
Naomika Saran

অভিনয়ের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও ইউটিউবে ‘তনাভ’ নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন নাওমিকা।

১২ ১৪
Naomika Saran

নাওমিকার সঙ্গে ৩ মিনিটের শর্ট ফিল্মে অভিনয় করেছেন তাঁর দুই বন্ধুও।

১৩ ১৪
Naomika Saran

কত্থক নাচে পটু নাওমিকা। তাঁর দাবি, নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখতে, এমনকি, মন ভাল রাখতেও নাচ করেন তিনি।

১৪ ১৪
Naomika Saran

তবে, নাওমিকাকে ঘিরে বলিপাড়ায় ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। তিনি কি আরও পড়াশোনা করবেন, না কি পরিবারের সদস্যদের পথ ধরেই অভিনয়ে নেমে পড়বেন? উত্তর জানেন তিনি নিজেই।

ছবি: ইনস্টাগ্রাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy