Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
Tammy Lynn Leppert

‘ওরা’ আসবে বলার মাস কয়েক পর উধাও! বহু পুরুষের মন পোড়ানো মডেল-অভিনেত্রীর নিখোঁজ রহস্যের সমাধান হয়নি আজও

কিশোরী বয়স থেকেই আমেরিকায় উল্লেখযোগ্য মডেল হিসাবে উঠে এসেছিল লেপার্টের নাম। ১৯৭৮ সালের অক্টোবরে ‘কভারগার্ল’ পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ০৯:৩৭
Share: Save:
০১ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

কিছু কিছু রহস্য আজীবন রহস্যের মোড়কেই বন্দি থাকে। হাজার চেষ্টা করেও অনেক ফেলুদা বা ব্যোমকেশ সেই রহস্য উন্মোচন করতে পারেন না। তেমনই এক রহস্য অভিনেত্রী-মডেল ট্যামি লিন লেপার্টের অন্তর্ধান।

০২ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

মার্কিন সেই অভিনেত্রী-মডেলের আচমকা উধাও হওয়ার যে রহস্য তা এক অন্য মাত্রা নিয়েছিল আশির দশকে।

০৩ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

ফ্লোরিডার রকলেজে ১৯৬৫ সালের ৫ ফেব্রুয়ারি লেপার্টের জন্ম। মাত্র চার বছর বয়স থেকেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করেন তিনি। অংশ নেন প্রায় ৩০০টি সৌন্দর্য প্রতিযোগিতায়। ২৮০টি মুকুটও জেতেন।

০৪ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

কিশোরী বয়স থেকেই আমেরিকায় উল্লেখযোগ্য মডেল হিসাবে উঠে এসেছিল লেপার্টের নাম। ১৯৭৮ সালের অক্টোবরে ‘কভারগার্ল’ পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।

০৫ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

কিশোরীবেলা পার করে তারুণ্যের উচ্ছল দুনিয়ায় পা রাখতে না রাখতেই হাজার হাজার পুরুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছিলেন ট্যামি। পুড়িয়েছিলেন অনেক পুরুষমন।

০৬ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

হলিউড থেকেও ডাক আসে। সেই হাতছানি উপেক্ষা করতে পারেননি লেপার্ট। তিনটি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেন তিনি। তবে তাঁর যে সম্ভাবনা ছিল বড় অভিনেত্রী হওয়ার, তেমনটা বিশ্বাস করতেন অনেকেই।

০৭ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

কিন্তু সাফল্যের স্বাদ উপভোগ করার আগেই অষ্টাদশী এই উঠতি নায়িকা আচমকা উধাও হয়ে যান। তার পর ৪২ বছর অতিক্রান্ত। আজও তাঁর খোঁজ মেলেনি। বরং যত দিন গড়িয়েছে, তাঁকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

০৮ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

লেপার্টকে শেষ বার দেখা গিয়েছিল ১৯৮৩ সালের ৬ জুলাই। সে সময় ফ্লোরিডার কোকোয়া সৈকতে গিয়েছিলেন মডেল তথা উঠতি অভিনেত্রী।

০৯ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

লেপার্ট যখন নিখোঁজ হন, তখন তাঁর পরনে ছিল নীল রঙের ডেনিম শার্ট। সঙ্গে ছিল মানানসই স্কার্ট। হাতে ছিল ধূসররঙা ভ্যানিটি ব্যাগ।

১০ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

লেপার্টের পরিবারের সদস্যেরা তাঁর নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু অনেক খুঁজেও তাঁর অন্তর্ধানের কূলকিনারা করতে পারেননি তদন্তকারীরা। ক্রমেই ঘনীভূত হচ্ছিল রহস্য।

১১ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

তদন্তে উঠে এসেছিল, উধাও হওয়ার আগে এক বন্ধুকে তিন বার ‘জরুরি ফোন’ করেছিলেন লেপার্ট। কিন্তু তাঁর সেই ফোনের উত্তর দেননি বন্ধু।

১২ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

১৯৮২ সালের সফল ছবি ‘স্প্রিং ব্রেক’-এ কাজ করেছিলেন লেপার্ট। ছবির সাফল্যের পর একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। জল্পনা ছড়ায়, লেপার্ট যখন বাড়ি ফিরেছিলেন, তখন তাঁর অন্য রূপ দেখেছিলেন পরিবারের সদস্যেরা।

১৩ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

নিখোঁজ হওয়ার পর অভিনেত্রীর মা জানিয়েছিলেন, ওই পার্টিতে লেপার্ট নাকি এমন কিছু দেখেছিলেন, যা তাঁর দেখা উচিত হয়নি। লেপার্ট শুধু তাঁর মাকে বলেছিলেন, ‘ওরা’ লেপার্টের কাছে আসবেন। পরিবারের দাবি, ওই পার্টি থেকে ফেরার পর থেকেই লেপার্টের আচরণে বেশ কিছু বদল লক্ষ করেছিলেন তাঁরা। এর বছরখানেক পর নিখোঁজ হন তিনি।

১৪ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

পুলিশ সূত্রে জানা গিয়েছিল, সে সময় এ বিষয়ে কোনও সূত্র পাওয়া যায়নি। লেপার্টকে খুন করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে।

১৫ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

লেপার্টের উধাও হয়ে যাওয়ার ঘটনায় দুই সন্দেহভাজন সিরিয়াল কিলারকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাঁরা কেউই দোষী সাব্যস্ত হননি। তা ছাড়া লেপার্টের দেহও উদ্ধার করা যায়নি।

১৬ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

এর মধ্যেই গুজব রটেছিল, মাদক কেলেঙ্কারিতে যোগ ছিল লেপার্টের। তিনি অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন বলে জল্পনা ছড়ায়। ফলে তাঁর অন্তর্ধান রহস্য ক্রমেই জটিল হতে থাকে।

১৭ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

১৯৮৩ সালে ‘স্কারফেস’ ছবিতে অভিনয় করছিলেন লেপার্ট। কিন্তু চতুর্থ দিনের শুটিংয়ে নকল রক্ত দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। অন্তর্ধানের পর সে নিয়েও অনেক জল্পনা, অনেক তত্ত্ব শোনা গিয়েছিল।

১৮ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

লেপার্টের দেহ সন্দেহে সেই সময় কমপক্ষে ১৪টি মৃতদেহ খতিয়ে দেখেছিল পুলিশ। শনাক্ত করতে এসেছিলেন পরিবারের সদস্যেরাও। কিন্তু লাভ হয়নি।

১৯ ১৯
All you need to know about Tammy Lynn Leppert, American model-actress who disappeared mysteriously

চার দশক পেরিয়ে গিয়েছে। এখনও লেপার্টের খোঁজ পেতে মরিয়া তাঁর পরিবার। লেপার্ট সংক্রান্ত কোনও তথ্য পেতে তাঁর বোন সুজ়ান দিদির নামে একটি ফেসবুক পেজও চালু করেছেন। লেপার্ট যদি এখনও বেঁচে থাকেন, তা হলে বর্তমানে তাঁর বয়স হবে ৬০।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy