২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৮ হাজার ১৩৪ টন সোনা মজুত ছিল। তার পরেই জার্মানির স্থান। চিন ও ভারত যথাক্রমে ২ হাজার ২৮০ টন এবং ৮৭৬ টন সোনার মজুত নিয়ে এই তালিকায় ঠাঁই করে নিয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের অনুমান অনুসারে এত দিন ধরে পৃথিবী জুড়ে প্রায় ২ লক্ষ ১৬ হাজার ২৬৫ টন সোনা খনন করা হয়েছে।
এ তো গেল দেশ বা পারিবারিক সোনার মজুতের পরিসংখ্যান। বিশ্বের সবচেয়ে বেশি ব্যক্তিগত সোনা সঞ্চিত রয়েছে যে সব ব্যক্তির কাছে তাঁদের মধ্যে যিনি অন্যতম, তিনিও আমেরিকার বাসিন্দা, জন পলসন। ধনকুবের ও হেজ ফান্ড ম্যানেজার। ব্যক্তিগত মালিকানার নিরিখে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সোনার মালিক তিনি। সোনার উপর বাজি ধরার জন্য বিশেষ পরিচিত পলসন। তিনি বিশ্বাস করেন যে, ভবিষ্যতে মার্কিন ডলার দুর্বল হবে।
১৯৫৫ সালের ১৪ ডিসেম্বর নিউ ইয়র্কের কুইন্সে জন্ম পলের। বাবা ছিলেন ইকুয়েডরের অধিবাসী। মা ছিলেন লিথুয়ানিয়া এবং রোমানিয়ার ইহুদি অভিবাসী কন্যা। পলসন ছাত্রজীবনে বেশ মেধাবী ছিলেন। ১৯৭৮ সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ বিজনেস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতক হন। হার্ভার্ড বিজনেস স্কুলের প্রাক্তনী ১৯৮০ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
বেশ কিছু দিন ধরেই ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগের পক্ষে সওয়াল করে এসেছেন আমেরিকার দণ্ডমুণ্ডের কর্তা ট্রাম্প। প্রেসিডেন্ট পদে দ্বিতীয় বারের জন্য নির্বাচিত হওয়ার পরই বিটকয়েনে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। জনপ্রিয় এই ক্রিপ্টো মুদ্রার কৌশলগত ভান্ডার (স্ট্র্যাটেজিক রিজ়ার্ভ) গড়ে তুলতে চাইছেন তিনি।
বর্তমানে ওয়াশিংটনের হাতে এই ধরনের প্রায় দু’লক্ষ ক্রিপ্টো মুদ্রা রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ২,১০০ কোটি ডলার। সূত্রের খবর, আগামী বছর জুলাই মাস থেকে বিটকয়েন জমানোর কাজ শুরু করবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। তার জন্য হলুদ ধাতুর ভান্ডার ভেঙে বিটকয়েনে বিনিয়োগের পরিকল্পনার কথাও শোনা গিয়েছিল বিভিন্ন মহলে।
ট্রাম্পের এই ঘোষণার অনেক আগে থেকেই বিটকয়েনে বিনিয়োগকে ঝুঁকির বিনিয়োগ বলে উল্লেখ করেছিলেন ধনকুবের পল। তিনি বলেছিলেন, ‘‘ক্রিপ্টোকারেন্সিতে আজ যতই লেনদেন হোক না কেন, কয়েক বছর পর তা মূল্যহীন প্রমাণিত হবে। এক বার এর উচ্ছ্বাস কমে গেলে সেগুলির মূল্য শূন্যে নেমে যাবে। আমি কাউকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার পরামর্শ দেব না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy