গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যেই এ বার অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে দক্ষিণ সীমান্ত রক্ষা করার জন্য বিশেষ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ইঙ্গিত আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন)-র ৫ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে নেটোকে পরীক্ষায় ফেলতে পারেন তিনি।
ট্রাম্পের নিজস্ব সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি পোস্ট করে এই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “হয়তো আমাদের নেটোকে পরীক্ষায় ফেলা উচিত ছিল। নেটোর ৫ নম্বর ধারা ব্যবহার করে নেটোকে এখানে এসে আমাদের দক্ষিণ সীমান্তকে অবৈধ অনুপ্রবেশকারীদের আরও আক্রমণ করা থেকে রক্ষা করতে বাধ্য করা উচিত ছিল।’’