Advertisement
২০ মার্চ ২০২৩
Axar Patel Meha Patel Wedding

বিয়ের সাজে দু’হাত তুলে নাচ! আর এক পটেলের গলায় মালা দিলেন অক্ষর, প্রকাশ্যে মণ্ডপের ছবি

বৃহস্পতিবার অক্ষর পটেল এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী মেহা পটেল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বরোদায় বসেছিল তাঁদের বিয়ের আসর। ঘরোয়া পরিবেশে ধুমধাম করে বিয়ে হয়েছে অক্ষর, মেহার।

সংবাদ সংস্থা
বরোদা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৫:৩০
Share: Save:
০১ ১৫
লোকেশ রাহুল, আথিয়া শেট্টির বিয়ে নিয়ে যখন ক্রিকেট মহলে চর্চা চলছে, তখন বিয়ে সেরে ফেললেন ভারতীয় দলের আর এক তারকা ক্রিকেটার। অক্ষর পটেল মালা দিলেন আর এক পটেলের গলায়।

লোকেশ রাহুল, আথিয়া শেট্টির বিয়ে নিয়ে যখন ক্রিকেট মহলে চর্চা চলছে, তখন বিয়ে সেরে ফেললেন ভারতীয় দলের আর এক তারকা ক্রিকেটার। অক্ষর পটেল মালা দিলেন আর এক পটেলের গলায়।

০২ ১৫
বৃহস্পতিবার অক্ষর পটেল এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী মেহা পটেল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বরোদায় বসেছিল তাঁদের বিয়ের আসর। ঘরোয়া পরিবেশে ধুমধাম করে বিয়ে হয়েছে অক্ষর, মেহার।

বৃহস্পতিবার অক্ষর পটেল এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী মেহা পটেল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বরোদায় বসেছিল তাঁদের বিয়ের আসর। ঘরোয়া পরিবেশে ধুমধাম করে বিয়ে হয়েছে অক্ষর, মেহার।

০৩ ১৫
অক্ষরের বিয়েতে খুব বেশি তারকা সমাগম হয়নি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছেন ভারতীয় দলের এই অলরাউন্ডার।

অক্ষরের বিয়েতে খুব বেশি তারকা সমাগম হয়নি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছেন ভারতীয় দলের এই অলরাউন্ডার।

০৪ ১৫
বিয়ের মণ্ডপ থেকে অক্ষর এবং মেহার একাধিক ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ঝলক।

বিয়ের মণ্ডপ থেকে অক্ষর এবং মেহার একাধিক ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ঝলক।

০৫ ১৫
অক্ষরের বিয়ের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের সাজে গাড়িতে দু’হাত তুলে নাচছেন অক্ষর। তাঁর সঙ্গে অন্য অতিথিরাও তাল মেলাচ্ছেন। মেহাকে অবশ্য নাচতে দেখা যায়নি। তিনি কনের সাজে দাঁড়িয়ে ছিলেন অন্য একটি গাড়িতে।

অক্ষরের বিয়ের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের সাজে গাড়িতে দু’হাত তুলে নাচছেন অক্ষর। তাঁর সঙ্গে অন্য অতিথিরাও তাল মেলাচ্ছেন। মেহাকে অবশ্য নাচতে দেখা যায়নি। তিনি কনের সাজে দাঁড়িয়ে ছিলেন অন্য একটি গাড়িতে।

০৬ ১৫
আর একটি ভিডিয়োতে অক্ষর এবং মেহার মালাবদলের দৃশ্য ধরা পড়েছে। বিয়েতে সাদা পোশাকে সেজেছেন অক্ষর। মেহার পোশাকের রঙ তাঁর পোশাকের সঙ্গে মিলে গিয়েছে। মাথায় সাদা ফুল দিয়ে চুল সাজিয়েছেন কনে।

আর একটি ভিডিয়োতে অক্ষর এবং মেহার মালাবদলের দৃশ্য ধরা পড়েছে। বিয়েতে সাদা পোশাকে সেজেছেন অক্ষর। মেহার পোশাকের রঙ তাঁর পোশাকের সঙ্গে মিলে গিয়েছে। মাথায় সাদা ফুল দিয়ে চুল সাজিয়েছেন কনে।

০৭ ১৫
একটি ছবিতে দেখা গিয়েছে, বিয়ের সাজে পাশাপাশি বসে আছেন অক্ষর, মেহা। স্ত্রীর মাথায় চুম্বন করছেন অক্ষর। তাঁদের গলায় ঝুলছে সাদা ফুলের মালা।

একটি ছবিতে দেখা গিয়েছে, বিয়ের সাজে পাশাপাশি বসে আছেন অক্ষর, মেহা। স্ত্রীর মাথায় চুম্বন করছেন অক্ষর। তাঁদের গলায় ঝুলছে সাদা ফুলের মালা।

০৮ ১৫
অক্ষরের বুকে মাথা রেখে ক্যামেরার সামনে হাসিমুখে তাকিয়েছেন মেহা। সেই ছবিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কনের কানের দুল, গলার হার, নাক ও মাথার গয়না এই ছবিতে স্পষ্ট।

অক্ষরের বুকে মাথা রেখে ক্যামেরার সামনে হাসিমুখে তাকিয়েছেন মেহা। সেই ছবিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। কনের কানের দুল, গলার হার, নাক ও মাথার গয়না এই ছবিতে স্পষ্ট।

০৯ ১৫
অক্ষরের সঙ্গে মেহার বাগ্‌দান হয়ে গিয়েছিল আগেই। ২০২২ সালের ২০ জানুয়ারি বাগ্‌দানের এক বছরের মাথায় আনুষ্ঠানিক বিয়ে সারলেন তাঁরা।

অক্ষরের সঙ্গে মেহার বাগ্‌দান হয়ে গিয়েছিল আগেই। ২০২২ সালের ২০ জানুয়ারি বাগ্‌দানের এক বছরের মাথায় আনুষ্ঠানিক বিয়ে সারলেন তাঁরা।

১০ ১৫
বাগ্‌দানের পর মেহার সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা সকলকে জানিয়েছিলেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার অক্ষর। সে ছবিতে দেখা গিয়েছিল, একটি মঞ্চের মাঝে দাঁড়িয়ে আছেন অক্ষর, মেহা। তাঁদের পিছনে বড় বড় করে লেখা ‘ম্যারি মি’ (আমাকে বিয়ে করো)।

বাগ্‌দানের পর মেহার সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা সকলকে জানিয়েছিলেন ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার অক্ষর। সে ছবিতে দেখা গিয়েছিল, একটি মঞ্চের মাঝে দাঁড়িয়ে আছেন অক্ষর, মেহা। তাঁদের পিছনে বড় বড় করে লেখা ‘ম্যারি মি’ (আমাকে বিয়ে করো)।

১১ ১৫
গুজরাতের মেয়ে মেহা। পেশায় তিনি পুষ্টিবিদ। মেহা খাদ্য এবং পথ্য বিশেষজ্ঞও বটে। দীর্ঘ দিন ধরে অক্ষরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দেখা যায়, অনলাইনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা হিসাবেও কাজ করেন মেহা।

গুজরাতের মেয়ে মেহা। পেশায় তিনি পুষ্টিবিদ। মেহা খাদ্য এবং পথ্য বিশেষজ্ঞও বটে। দীর্ঘ দিন ধরে অক্ষরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে দেখা যায়, অনলাইনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা হিসাবেও কাজ করেন মেহা।

১২ ১৫
মেহা নিজেও অত্যন্ত স্বাস্থ্য সচেতন। শরীর সুস্থ, সবল রাখতে কঠোর অনুশাসন মেনে চলেন তিনি। নিয়মিত করেন শরীরচর্চা।

মেহা নিজেও অত্যন্ত স্বাস্থ্য সচেতন। শরীর সুস্থ, সবল রাখতে কঠোর অনুশাসন মেনে চলেন তিনি। নিয়মিত করেন শরীরচর্চা।

১৩ ১৫
সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয় মেহা। ইনস্টাগ্রাম, টুইটার কিংবা ফেসবুকে প্রায়ই তাঁকে নানা ছবি এবং ভিডিয়ো শেয়ার করতে দেখা যায়। পোস্ট করেন অক্ষরের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবিও। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২১ হাজারের বেশি।

সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয় মেহা। ইনস্টাগ্রাম, টুইটার কিংবা ফেসবুকে প্রায়ই তাঁকে নানা ছবি এবং ভিডিয়ো শেয়ার করতে দেখা যায়। পোস্ট করেন অক্ষরের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবিও। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২১ হাজারের বেশি।

১৪ ১৫
কুকুর খুব ভালবাসেন মেহা। তাঁর পোষা কুকুরের নাম গুচ্চি। দু’বছর বয়সি এই পোষ্যের সঙ্গে অধিকাংশ সময় তিনি কাটান। অক্ষর, মেহার বিয়েতেও অন্যতম প্রধান আকর্ষণ ছিল গুচ্চি। তাকে কোলে নিয়ে ছবি তুলেছেন বর, কনে।

কুকুর খুব ভালবাসেন মেহা। তাঁর পোষা কুকুরের নাম গুচ্চি। দু’বছর বয়সি এই পোষ্যের সঙ্গে অধিকাংশ সময় তিনি কাটান। অক্ষর, মেহার বিয়েতেও অন্যতম প্রধান আকর্ষণ ছিল গুচ্চি। তাকে কোলে নিয়ে ছবি তুলেছেন বর, কনে।

১৫ ১৫
ব্যক্তিগত জীবন গোপনেই রেখেছেন অক্ষর। ভারতীয় দল থেকে ছুটি নেওয়ায় বিয়ের কথা আন্দাজ করা গেলেও তিনি কোথায়, কী ভাবে বিয়ে করছেন, তা আগে থেকে জানা যায়নি। বিয়ের পর অবশেষে প্রকাশ্যে এল সেই ছবি।

ব্যক্তিগত জীবন গোপনেই রেখেছেন অক্ষর। ভারতীয় দল থেকে ছুটি নেওয়ায় বিয়ের কথা আন্দাজ করা গেলেও তিনি কোথায়, কী ভাবে বিয়ে করছেন, তা আগে থেকে জানা যায়নি। বিয়ের পর অবশেষে প্রকাশ্যে এল সেই ছবি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.