Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
bipasa basu

ডাক পেলেন মাত্র ২০ জন, দ্বিতীয় সাধের অনুষ্ঠানে অতিথিদের পোশাকের রংও বেছে দিলেন বিপাশা-করণ

বলিউডের অন্দরের খবর, প্রথম বার সাধের ভোজের পর বিপাশার ঘনিষ্ঠ এক বন্ধু তাঁকে কাছে বায়না ধরেন, তিনিও সাধের অনুষ্ঠান আয়োজন করবেন। তাতে সায় না দিয়ে থাকতে পারেননি বিপাশা-করণ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১২:২৩
Share: Save:
০১ ১৪
মায়ের দেওয়া সাধের ভোজ সেরে ফেলেছেন। তার পরেও আর একটি সাধের অনুষ্ঠানের জন্য ঘনিষ্ঠদের অনুরোধ ফেলতে পারলেন না বিপাশা বসু।

মায়ের দেওয়া সাধের ভোজ সেরে ফেলেছেন। তার পরেও আর একটি সাধের অনুষ্ঠানের জন্য ঘনিষ্ঠদের অনুরোধ ফেলতে পারলেন না বিপাশা বসু।

০২ ১৪
খুব শীঘ্রই সে অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন বিপাশা এবং করণ সিংহ গ্রোভার। আর হবে না-ই বা কেন! দম্পতির প্রথম সন্তান বলে কথা। দু’খানা সাধের অনুষ্ঠান হলে ক্ষতি কী!

খুব শীঘ্রই সে অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন বিপাশা এবং করণ সিংহ গ্রোভার। আর হবে না-ই বা কেন! দম্পতির প্রথম সন্তান বলে কথা। দু’খানা সাধের অনুষ্ঠান হলে ক্ষতি কী!

০৩ ১৪
চিরাচরিত বাঙালি বেশে মায়ের হাতে পাত পেড়ে সাধ খেয়েছেন বিপাশা। ৮ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে সে ছবিও পোস্ট করেছেন বলিউডের এই বাঙালি নায়িকা। তাতে দেখা গিয়েছে পঞ্চব্যাঞ্জনের স্বাদ নিতে ব্যস্ত বিপাশা। পরনে পুরোদস্তুর বাঙালি ধাঁচের সাজ। গোলাপি বেনারসির সঙ্গে মানানসই সোনার গয়না। সিঁথিতে গাঢ় সিঁদুর।

চিরাচরিত বাঙালি বেশে মায়ের হাতে পাত পেড়ে সাধ খেয়েছেন বিপাশা। ৮ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে সে ছবিও পোস্ট করেছেন বলিউডের এই বাঙালি নায়িকা। তাতে দেখা গিয়েছে পঞ্চব্যাঞ্জনের স্বাদ নিতে ব্যস্ত বিপাশা। পরনে পুরোদস্তুর বাঙালি ধাঁচের সাজ। গোলাপি বেনারসির সঙ্গে মানানসই সোনার গয়না। সিঁথিতে গাঢ় সিঁদুর।

০৪ ১৪
মেয়ের হবু সন্তানের আগমনে যত্ন করে পাত সাজিয়েছিলেন বিপাশার মা মমতা বসু। সরু চালের ভাত, ডাল, পটল ভাজা, শাক, সব্জির তরকারি, মাছ-মাংস, চাটনি, পায়েস— কী ছিল না তাতে। বাঙালি ঘরের মেয়ের সাধের অনুষ্ঠানে শাঁখ-উলুধ্বনিও শোনা গিয়েছে।

মেয়ের হবু সন্তানের আগমনে যত্ন করে পাত সাজিয়েছিলেন বিপাশার মা মমতা বসু। সরু চালের ভাত, ডাল, পটল ভাজা, শাক, সব্জির তরকারি, মাছ-মাংস, চাটনি, পায়েস— কী ছিল না তাতে। বাঙালি ঘরের মেয়ের সাধের অনুষ্ঠানে শাঁখ-উলুধ্বনিও শোনা গিয়েছে।

০৫ ১৪
ধান-দূর্বা দিয়ে বিপাশাকে আশীর্বাদও করেছেন মা। মায়ের পা ছুঁয়ে তাঁর আশীর্বাদ নিয়েছেন বলিউডের ‘হট’ নায়িকা। ওই অনুষ্ঠানে আগাগোড়াই বিপাশার পাশে ছিলেন করণ এবং তাঁর মা দীপা সিংহ। মায়ের মতো শাশুড়ির কাছ থেকেও অপার আশীর্বাদ পেয়েছেন বিপ্‌স।

ধান-দূর্বা দিয়ে বিপাশাকে আশীর্বাদও করেছেন মা। মায়ের পা ছুঁয়ে তাঁর আশীর্বাদ নিয়েছেন বলিউডের ‘হট’ নায়িকা। ওই অনুষ্ঠানে আগাগোড়াই বিপাশার পাশে ছিলেন করণ এবং তাঁর মা দীপা সিংহ। মায়ের মতো শাশুড়ির কাছ থেকেও অপার আশীর্বাদ পেয়েছেন বিপ্‌স।

০৬ ১৪
মায়ের ভালবাসা উপুড় করা ওই আয়োজনের পর তাঁকে নেটমাধ্যমে কৃতজ্ঞতাও জানিয়েছিলেন বিপাশা। লিখেছিলেন, ‘আমার সাধ, ধন্যবাদ মা!’

মায়ের ভালবাসা উপুড় করা ওই আয়োজনের পর তাঁকে নেটমাধ্যমে কৃতজ্ঞতাও জানিয়েছিলেন বিপাশা। লিখেছিলেন, ‘আমার সাধ, ধন্যবাদ মা!’

০৭ ১৪
বলিউডের অন্দরের খবর, ওই সাধের ভোজের পর বিপাশার ঘনিষ্ঠ এক বন্ধু তাঁর কাছে বায়না ধরেন, তিনিও সাধের অনুষ্ঠানের আয়োজন করবেন। তাতে সায় না দিয়ে থাকতে পারেননি বিপাশা-করণ।

বলিউডের অন্দরের খবর, ওই সাধের ভোজের পর বিপাশার ঘনিষ্ঠ এক বন্ধু তাঁর কাছে বায়না ধরেন, তিনিও সাধের অনুষ্ঠানের আয়োজন করবেন। তাতে সায় না দিয়ে থাকতে পারেননি বিপাশা-করণ।

০৮ ১৪
দ্বিতীয় বারের সাধের অনুষ্ঠান অবশ্য বেশ ছিমছাম রাখতে চান বিপাশারা। শোনা যাচ্ছে, ওই অনুষ্ঠানে হাতেগোনা জনা কুড়ির কাছে আমন্ত্রণপত্র গিয়েছে।

দ্বিতীয় বারের সাধের অনুষ্ঠান অবশ্য বেশ ছিমছাম রাখতে চান বিপাশারা। শোনা যাচ্ছে, ওই অনুষ্ঠানে হাতেগোনা জনা কুড়ির কাছে আমন্ত্রণপত্র গিয়েছে।

০৯ ১৪
অতিথিদের জন্য আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের জন্য তাঁদের পোশাকের রংও বেছে দিয়েছেন ‘জিস্‌ম’ ছবির নায়িকা। তিনি বলেছেন, অনুষ্ঠানে আসুন। তবে পুরুষেরা নীল আর ল্যাভেন্ডার রঙের পোশাক পরবেন। অতিথিদের মধ্যে মহিলাদের জন্য বিপাশার পছন্দ গোলাপি আর জাম রঙের পোশাক।

অতিথিদের জন্য আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের জন্য তাঁদের পোশাকের রংও বেছে দিয়েছেন ‘জিস্‌ম’ ছবির নায়িকা। তিনি বলেছেন, অনুষ্ঠানে আসুন। তবে পুরুষেরা নীল আর ল্যাভেন্ডার রঙের পোশাক পরবেন। অতিথিদের মধ্যে মহিলাদের জন্য বিপাশার পছন্দ গোলাপি আর জাম রঙের পোশাক।

১০ ১৪
সাধের অনুষ্ঠানে অতিথিরা যাতে কোভিডের যাবতীয় স্বাস্থ্যবিধি মাথায় রাখেন, সে পরামর্শও দিয়েছেন হবু মা এবং তাঁর জীবনসঙ্গী।

সাধের অনুষ্ঠানে অতিথিরা যাতে কোভিডের যাবতীয় স্বাস্থ্যবিধি মাথায় রাখেন, সে পরামর্শও দিয়েছেন হবু মা এবং তাঁর জীবনসঙ্গী।

১১ ১৪
বিপাশার মা হওয়া খবর নিয়ে বলিউডে কম জল্পনা ছিল না। তবে সে সবের অবসান করেছিলেন খোদ বিপাশাই। চলতি বছরের ১৬ অগস্টে নেটমাধ্যমে জানিয়ে দেন, সন্তানের অপেক্ষায় রয়েছেন তাঁরা। সাধের দ্বিতীয় অনুষ্ঠানেও সে কথার উল্লেখ করেছেন। লিখেছেন, ‘একটা ছোট্ট বাঁদর আসছে।’

বিপাশার মা হওয়া খবর নিয়ে বলিউডে কম জল্পনা ছিল না। তবে সে সবের অবসান করেছিলেন খোদ বিপাশাই। চলতি বছরের ১৬ অগস্টে নেটমাধ্যমে জানিয়ে দেন, সন্তানের অপেক্ষায় রয়েছেন তাঁরা। সাধের দ্বিতীয় অনুষ্ঠানেও সে কথার উল্লেখ করেছেন। লিখেছেন, ‘একটা ছোট্ট বাঁদর আসছে।’

১২ ১৪
২০১৬ সালের ৩১ এপ্রিল করণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিপাশা। তার পর এই প্রথম মা হবেন তিনি। মা হওয়ার খবর নিয়ে গোড়ায় লুকোছাপা চললেও তা জানানোর পর অবশ্য কোনও রাখঢাক করেননি বিপাশা। করণকে পাশে নিয়ে সমাজমাধ্যমে স্ফীতোদরার ফোটোশ্যুট দেখেছে বলিউড।

২০১৬ সালের ৩১ এপ্রিল করণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিপাশা। তার পর এই প্রথম মা হবেন তিনি। মা হওয়ার খবর নিয়ে গোড়ায় লুকোছাপা চললেও তা জানানোর পর অবশ্য কোনও রাখঢাক করেননি বিপাশা। করণকে পাশে নিয়ে সমাজমাধ্যমে স্ফীতোদরার ফোটোশ্যুট দেখেছে বলিউড।

১৩ ১৪
এককালে চুটিয়ে বলিউডে কাজ করেছেন বিপাশা। তবে ২০১৫ সালে ভূষণ পটেলের ছবি ‘অ্যালোন’ করার পর আর বলিউডে দেখা যায়নি তাঁকে।

এককালে চুটিয়ে বলিউডে কাজ করেছেন বিপাশা। তবে ২০১৫ সালে ভূষণ পটেলের ছবি ‘অ্যালোন’ করার পর আর বলিউডে দেখা যায়নি তাঁকে।

১৪ ১৪
বছর দুয়েক আগে যদিও ‘ডেঞ্জারাস’ নামে একটি ওয়েবসিরিজে মুখ দেখিয়েছিলেন বিপাশা। সেটি অবশ্য তাঁর কেরিয়ারে বিশেষ কাজে আসেনি। ভবিষ্যতে তিনি অভিনয় করবেন কি না, সে নিয়ে অবশ্য কোনও কথা বলেননি তিনি। আপাতত সন্তানের আগমনের দিকেই মন দিতে চান বিপাশা।

বছর দুয়েক আগে যদিও ‘ডেঞ্জারাস’ নামে একটি ওয়েবসিরিজে মুখ দেখিয়েছিলেন বিপাশা। সেটি অবশ্য তাঁর কেরিয়ারে বিশেষ কাজে আসেনি। ভবিষ্যতে তিনি অভিনয় করবেন কি না, সে নিয়ে অবশ্য কোনও কথা বলেননি তিনি। আপাতত সন্তানের আগমনের দিকেই মন দিতে চান বিপাশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE