
‘অপারেশন সিঁদুর’-এ ভারতের হাতে মার খাওয়ার পর ঘরের মাটিতে আরও বিপদে পাকিস্তান। দেশের সবচেয়ে বড় প্রদেশ বালোচিস্তানে তীব্র হচ্ছে স্বাধীনতার দাবি। সেই সঙ্গে অবস্থার সুযোগ নিয়ে ইসলামাবাদের বাহিনীর উপর আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে ‘বালোচ লিবারেশন আর্মি’ (বিএলএ)। গত কয়েক দিনে ৫৮টি জায়গায় ৭৮টি হামলার দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী।

বিএলএর দাবি, স্বাধীনতার জন্য ‘অপারেশন হেরফ ২.০’ চালাচ্ছেন তাঁরা। এর জন্য বেছে বেছে বালোচিস্তানের কয়েকটি জেলাকে নিশানা করা হচ্ছে। শুধু তা-ই নয়, আক্রমণের তীব্রতা বাড়াতে স্থানীয় বিদ্রোহীদের সমন্বয় বজায় রেখে হামলা করা হচ্ছে। এতে পাক ফৌজের জওয়ান ও অফিসারদের নিকেশ করতে সুবিধা হচ্ছে তাঁদের। এ হেন গেরিলা যুদ্ধের একাধিক ভিডিয়োও প্রকাশ করেছে বিএলএ।