ধূমকেতুর মতো উত্থান আর উল্কার মতো পতন! কানাডার টেক জায়ান্ট সংস্থা ব্ল্যাকবেরিকে নিয়ে এ কথা বললে অত্যুক্তি হবে না। একসময় মোবাইল ফোনের বাজারের একটা বড় অংশ ছিল তাদের দখলে। কিন্তু সময়ের চাহিদা মেনে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায় ধীরে ধীরে হারিয়ে গিয়েছে তারা। এখন কোথায় আছে ব্ল্যাকবেরি? আদৌ কি অস্তিত্ব রয়েছে এই সংস্থার? না কি ঘটে গিয়েছে অপমৃত্যু?