আর উপকূল সংলগ্ন এলাকায় ডিঙি নৌকো নিয়ে মাছ শিকার নয়। বড় বড় ভেসেলে চেপে যেতে হবে গভীর সমুদ্রে। ভারতের ‘নীল অর্থনীতি’কে (ব্লু ইকোনমি) সফল করতে এ বার সেই পরামর্শ দিল নীতি আয়োগ। এর জন্য তিন পর্যায়ের পরিকল্পনা গ্রহণের নীলনকশা ছকে দিয়েছে তারা। তাদের দেখানো রাস্তায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার হাঁটলে মাছশিকারিদের আর্থিক ভাগ্য যে অনেকটা বদলাবে, তা বলাই বাহুল্য।
১৩ অক্টোবর ‘ভারতের নীল অর্থনীতি: গভীর সমুদ্র ও উপকূলীয় মৎস্য সম্পদ ব্যবহার বৃদ্ধির কৌশল’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেন নীতি আয়োগের চিফ এক্জ়িকিউটিভ অফিসার (সিইও) বিভিআর সুব্রহ্মণ্যম। সেখানে মৎস্য সম্পদ কী ভাবে এ দেশের অর্থনীতির রং বদলাতে পারে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। পাশাপাশি রয়েছে পরিকাঠামোগত উন্নতি সংক্রান্ত একাধিক পরামর্শ।