ইংল্যান্ডের লন্ডন কলেজ অফ ফ্যাশন থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন অলন্যা। মণীশ মলহোত্রের মডেল হিসাবেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে ইনস্টাগ্রামের প্রভাবী তিনি। তাঁর অনুরাগী সংখ্যা ইতিমধ্যেই ১১ লক্ষের গণ্ডি পার করেছে। আইভরের সঙ্গে লস অ্যাঞ্জেলসে থাকেন তিনি। সেখানেই ব্যবসা করেন আইভর। একটি ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্টও বানান অলন্যা এবং আইভর।