সত্তর থেকে আশির দশকে বড় পর্দায় আগমন নায়িকার। তা-ও আবার কিশোরী বয়সে। দক্ষিণী চলচ্চিত্রজগতের প্রথম সারির তারকা থেকে কম সময়ের মধ্যেই বলিপাড়ার ডাকসাইটে সুন্দরী অভিনেত্রীর তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন অমিতাভ বচ্চন-জীতেন্দ্র-কমল হাসন-রজনীকান্তের নায়িকা। পেশাগত জীবনে সাফল্য পেলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম হয়নি। বিবাহিত প্রযোজক এবং তিন সন্তানের পিতাকে বিয়ে করায় ‘তৃতীয় ব্যক্তি’ হিসাবে দাগিয়ে দেওয়া হয়েছিল জয়াপ্রদাকে।
ছোট থেকে নৃত্যে পারদর্শী ছিলেন জয়াপ্রদা। স্কুলের অধিকাংশ অনুষ্ঠানে পারফর্ম করতেন তিনি। তেমনই এক বার্ষিক অনুষ্ঠানে পারফর্ম করার পর তাঁর জীবন অন্য দিকে মোড় নেয়। স্কুলের কোনও এক বার্ষিক অনুষ্ঠানে নাচের পারফরম্যান্স ছিল জয়াপ্রদার। দর্শকাসনে বসেছিলেন দক্ষিণী ফিল্মজগতের এক ছবিনির্মাতা। জয়াপ্রদার নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি।