Bollywood Actress Who Failed Class 10 Got Married UK Banker with Double MBA, Was Rumoured To Have An Affair With Sachin Tendulkar dgtl
Shilpa Shirodkar
ম্যানেজারদের সঙ্গে পরকীয়া, নাম জড়ায় সচিনের সঙ্গেও! ব্যাঙ্কারকে বিয়ে করেন দশম শ্রেণিতে ফেল করা বলি নায়িকা
শুধুমাত্র ম্যানেজারদের সঙ্গেই নয়, নায়িকার নাম জড়িয়ে পড়ে ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গেও। কানাঘুষো শোনা যেতে থাকে যে, সচিনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। পরে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, ১৯৯১ সালে ‘হম’ ছবির শুটিং চলাকালীন সচিনের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল তাঁর।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১০:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
নব্বইয়ের দশকে পরিচিত হয়ে উঠেছিলেন সাহসী অভিনেত্রী হিসাবে। বৃষ্টিভেজা গানের দৃশ্যে অভিনয়ের কথা চিন্তা করলে তাঁর কথা মনে পড়তে বাধ্য। বেশি দিন বড় পর্দায় অভিনয় করতে পারেননি ঠিকই, তবে বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর নায়িকা শিল্পা শিরোদকরকে নিয়ে বলিপাড়ায় কম চর্চা হয়নি। একসময় অভিনয়জগৎ থেকে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন তিনি। ১৩ বছরের দীর্ঘ বিরতির পর ছোট পর্দার হাত ধরে ‘কামব্যাক’ করেন শিল্পা।
০২২২
শিল্পার ঠাকুরমা মীনাক্ষী শিরোদকর ছিলেন খ্যাতনামী মরাঠি অভিনেত্রী। ১৯৩৮-এ মুক্তি পাওয়া ‘ব্রহ্মচারী’ ছবিতে অভিনয় করে তুমুল সাড়া ফেলেছিলেন মীনাক্ষী। তথাকথিত রক্ষণশীল সমাজের চোখরাঙানিকে অগ্রাহ্য করে তিনি সেই সময় সুইমসুট পরে বড় পর্দায় ধরা দিয়েছিলেন। শিল্পার মা চেয়েছিলেন, তাঁর কন্যা মীনাক্ষীর মতো অভিনয় নিয়ে কেরিয়ার গড়ে তুলুক।
০৩২২
মায়ের ইচ্ছাপূরণ করতে তোড়জোড় শুরু করে দেন শিল্পা। পড়াশোনার পাশাপাশি নাচ এবং অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। বলিউ়ডের ছবিনির্মাতা রোশন তানেজার প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হন তিনি। সেখানে তাঁর সঙ্গে দেখা হয়েছিল প্রযোজক-পরিচালক শাওনকুমার টকের। সেই সাক্ষাৎই শিল্পার কেরিয়ারে অনুঘটকের কাজ করেছিল।
০৪২২
‘সওতন কি বেটি’ ছবির জন্য নতুন মুখের সন্ধানে ছিলেন শাওন। শিল্পাকে দেখামাত্রই তাঁকে সেই ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেন তিনি। তবে সেই প্রস্তাবের সঙ্গে বেঁধে দেন একটি শর্তও। চার বছরের জন্য শাওন ছাড়া অন্য কোনও পরিচালকের সঙ্গে কাজ করতে পারবেন না শিল্পা, এমনটাই শর্ত ছিল পরিচালকের। শর্ত কঠিন হলেও অভিনয়ের সুযোগ পাওয়ার আশায় সেই প্রস্তাবে রাজি হয়ে যান শিল্পা।
০৫২২
শাওনের ছবিতে অভিনয়ের কথাবার্তা হলেও চুক্তি স্বাক্ষরের তিন বছর পরেও বসে কাটাতে হয়েছিল শিল্পাকে। তিন বছরেও সেই ছবির কাজ শুরু হয়নি। কেরিয়ারে ক্ষতির কথা চিন্তা করে এক জন ম্যানেজার নিযুক্ত করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। রাকেশ নাথ ওরফে রিকু ছিলেন শিল্পার নতুন ম্যানেজার। সে সময় বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিতের ম্যানেজার ছিলেন রিকু। বলিউ়ডে রিকুর যোগাযোগও ছিল নজরে পড়ার মতো।
০৬২২
রিকুর সঙ্গে আলাপ হওয়া যেন শাপে বর হয়ে যায় শিল্পার। কম সময়ের মধ্যেই শিল্পার জন্য একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন রিকু। স্বল্পদৈর্ঘ্যের চরিত্র হলেও অভিনয় করতে রাজি হয়ে যান শিল্পা। শাওনের শর্ত ভঙ্গ করেই বলিউডে জীবন শুরু করেন নায়িকা।
০৭২২
১৯৮৯-এ বলিউডে অভিষেক হয় শিল্পার। রমেশ সিপ্পির ‘ভ্রষ্টাচার’ ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। সেই ছবিতে রেখা এবং মিঠুন চক্রবর্তী মুখ্যচরিত্রে অভিনয় করেন। এই ছবিতে এক দৃষ্টিহীনের চরিত্রে শিল্পা অভিনয় করেন। সেখান থেকেই মিঠুনের সঙ্গে নায়িকার বন্ধুত্বের শুরু। কেরিয়ারের অধিকাংশ ছবিতে মিঠুনের সঙ্গেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
০৮২২
‘কিশান কানহাইয়া’ ছবিতে বলি অভিনেতা অনিল কপূরের সঙ্গে ভেজা শাড়িতে একটি গানের দৃশ্যে অভিনয় করেন শিল্পা। তার পর থেকেই সাহসী অভিনেত্রী হিসাবে রাতারাতি পরিচিতি পেয়ে যান তিনি। প্রতিটি ছবিতে শিল্পার একটি করে বৃষ্টিভেজা গানের দৃশ্য থাকাটা যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। একের পর এক হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন তিনি। অন্য দিকে ম্যানেজার রিকুর সঙ্গেও শিল্পার পরকীয়া সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হতে শুরু করে।
০৯২২
বলিপাড়ার একাংশের দাবি, বিবাহিত রিকুর সঙ্গে বহু জায়গায় দেখা যেতে থাকে শিল্পাকে। ইন্ডাস্ট্রির অনেকেই সে কথা রিকুর স্ত্রীর কানে তোলেন। তা নিয়ে অশান্তিও হয় রিকুর পরিবারে। রিকুর স্ত্রীর কথায়, ‘‘আমার স্বামী প্রচুর অভিনেত্রীর সঙ্গে কাজ করেছে। মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করে ও অনেক সময় রাত ৩টের পর ফিরত। আমার মনে কখনও সন্দেহ হয়নি। তা হলে শিল্পার ক্ষেত্রে এত বলাবলি হচ্ছে কেন?’’ ভুল বোঝাবুঝি থামাতে রিকুর স্ত্রীর সঙ্গে নাকি দেখাও করেন শিল্পা। তাঁর সঙ্গে যে রিকুর কোনও সম্পর্ক নেই সেই আশ্বাস দেন ম্যানেজারের স্ত্রীকে।
১০২২
শাওনের সঙ্গে যে চুক্তি ভেঙে অভিনয় করছিলেন শিল্পা, তা ভাল চোখে দেখেননি পরিচালক। নায়িকার বিরুদ্ধে আইনি পথে যাওয়ার হুমকি দেন শাওন। শিল্পার সমস্ত গোপন কথা ফাঁস করে দেওয়ার হুমকিও দিতে শুরু করেন নায়িকাকে। বলিপাড়ার একাংশের দাবি, রিকু এবং শিল্পার সম্পর্ক নিয়েই ইঙ্গিত দিচ্ছিলেন শাওন। পরে রিকুর মধ্যস্থতায় সেই সমস্যার সমাধান হয়। তবে শিল্পার সঙ্গে আর কাজ করতে চাননি শাওন।
১১২২
কর্মক্ষেত্রে জটিলতার পাশাপাশি পারিবারিক অশান্তি সামলাতে পারছিলেন না রিকু। তাই শিল্পার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন তিনি। তার পর নায়িকার জন্য অন্য ম্যানেজার খুঁজে আনেন রিকু। রিকুর কথায় মুকুল আগরওয়ালকে নতুন ম্যানেজার হিসাবে নিয়োগ করেন শিল্পা। তাঁর সঙ্গেও শিল্পার পরকীয়া সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনা শুরু হয়।
১২২২
বলিউডে গুঞ্জন, মুকুলের সঙ্গে বহু বার কফিশপে সময় কাটাতে দেখা গিয়েছে শিল্পাকে। তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও দাবি করেন অনেকে। তবে নায়িকা জানান, কাজ নিয়ে আলোচনা করতেই মুকুলের সঙ্গে বাইরে দেখা করতেন তিনি। পরে অভিনয়জগৎ থেকেই হঠাৎ সরে যান তিনি।
১৩২২
শুধুমাত্র ম্যানেজারদের সঙ্গেই নয়, শিল্পার নাম জড়িয়ে পড়ে ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গেও। কানাঘুষো শোনা যেতে থাকে যে, সচিনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। পরে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছিলেন, ১৯৯১ সালে ‘হম’ ছবির শুটিং চলাকালীন সচিনের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল তাঁর।
১৪২২
শিল্পার দাবি, সচিনের সঙ্গে তাঁর তুতোভাই বান্দ্রায় ক্রিকেট খেলতেন। সেই সূত্রেই ক্রিকেটারের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই সময় নাকি অ়ঞ্জলির (পরে সচিনের স্ত্রী) সঙ্গে সম্পর্কে ছিলেন সচিন। কিন্তু সে কথা বিশেষ কেউ জানতেন না। সচিনের সঙ্গে এক বারই দেখা হয়েছিল বলে জানিয়েছিলেন নায়িকা।
১৫২২
শিল্পার সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন খোদ সচিনও। ক্রিকেটারকে প্রশ্ন করা হয়েছিল যে, নিজের সম্পর্কে তিনি সবচেয়ে বোকা বোকা কোন কথা শুনেছেন। প্রশ্ন শুনে সচিন বলেছিলেন, ‘‘অনেকেই আমার সঙ্গে শিল্পা শিরোদকরের সম্পর্ক নিয়ে বলাবলি করতেন। এমন কোনও কিছুই ছিল না। আমরা দু’জন তো ভাল ভাবে একে অপরকে চিনতামও না।’’ প্রকাশ্যে শিল্পার সঙ্গে সম্পর্কের কথা রটনা বলে হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন তিনি।
১৬২২
২০০০ সালে অপরেশ রঞ্জিতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শিল্পা। অভিনয়জগতের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না অপরেশের। পেশায় ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্মী অপরেশ। এমনকি, শিক্ষাগত যোগ্যতাও শিল্পার তুলনায় বেশি তাঁর। সে কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নায়িকা।
১৭২২
শিল্পা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি দশম শ্রেণির পরীক্ষায় পাশ করতে পারেননি। অন্য দিকে তাঁর স্বামী অপরেশ দু’বার এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। শিল্পার কথায়, ‘‘অপরেশ খুব শান্ত স্বভাবের। ও এত সৎ, এত সাধারণ যে আমায় কখনও নিচু নজরে দেখেনি। সব বিষয় নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে পারি আমি।’’ মুম্বই ছেড়ে কোথাও যাওয়ার কথা কল্পনা করতে পারতেন না বলে জানিয়েছিলেন শিল্পা। কিন্তু বিয়ের পর অভিনয় ছেড়ে বিদেশে চলে যান তিনি।
১৮২২
শিল্পা সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘মুম্বই ছেড়ে কোনও দিন চলে যাব ভাবিনি। বাবা-মায়ের সঙ্গে থাকতে চাইতাম আমি। কিন্তু অপরেশের সঙ্গে দেখা হওয়ার পর কোনও কিছুই আর কঠিন মনে হল না। মনে হল, এই মানুষটার সঙ্গে আমি খুব ভাল থাকব। তাই আলাপের দেড় দিনের মাথায় আমি বিয়েতে রাজি হয়ে যাই।’’ বিয়ের পর কন্যাসন্তানের জন্ম দেন শিল্পা।
১৯২২
বিয়ের পর বহু বছর অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন শিল্পা। ১৩ বছরের বিরতির পর ২০১৩ সালে ‘এক মুট্ঠি আসমান’ নামের হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। মরাঠি ছবির প্রযোজনাও করেন তিনি। তবে কোনও ক্ষেত্রেই বেশি দিন টিকে থাকেননি শিল্পা।
২০২২
অভিনেত্রী তথা মডেল নম্রতা শিরোদকরের বোন হন শিল্পা। ২০২৪ সালে ‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ের অষ্টাদশ সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন তিনি। সেই অনুষ্ঠানের মাধ্যমে আবার নতুন করে দর্শকের নজর কাড়েন তিনি। শোয়ের অন্তিম পর্ব পর্যন্ত টিকে ছিলেন অভিনেত্রী। ‘বিগ বস্’-এর ঘরে থাকাকালীন প্রায় ১৩-১৪ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন বলে দাবি শিল্পার।
২১২২
১৯৯৫ সালের ঘটনা। সেই সময় ‘রঘুবীর’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন শিল্পা। সুনীল শেট্টি, সুরেশ ওবেরয়, সুধা চন্দ্রন, অরুণা ইরানির মতো বলি তারকাদের সঙ্গে সেই ছবির শুটিংয়ে মানালি গিয়েছিলেন নায়িকা। তখনই নাকি খবর রটে যায় যে, শিল্পাকে গুলি করে খুন করা হয়েছে। সেই খবর পৌঁছে যায় শিল্পার বাবা-মায়ের কাছেও। এই প্রসঙ্গে শিল্পা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘তখন তো আমাদের মোবাইল ফোন ছিল না। হোটেলের ফোন নম্বর বাড়িতে দেওয়া থাকত। বাবা-মা সেই নম্বরেই ফোন করতেন। এক দিন শুটিং থেকে ফিরে শুনি, বাবা ২০-২৫ বার ফোন করেছিল। আমার মৃত্যুর খবর শুনে চিন্তিত হয়ে পড়েছিল বাবা। তাই বার বার ফোন করে যাচ্ছিল হোটেলে।’’
২২২২
শিল্পার কথায়, ‘‘আমি শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় বাবার ফোন ধরতে পারিনি। তাই আরও চিন্তা করছিল বাবা। আসলে, ছবির প্রচারের জন্য এই খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল।’ বিষয়টি সম্পর্কে আগে থেকে কোনও খবরও ছিল না শিল্পার কাছে। এই ঘটনাটি খুব ভাল ভাবে গ্রহণ করেননি শিল্পা। তাঁর মনে হয়েছিল, প্রচারের জন্য একটু বেশি বাড়াবাড়ি করা হয়ে গিয়েছে।