একাধিক নায়িকার সঙ্গে প্রেম। এক নায়িকার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরেই অন্য এক নায়িকাকে বিয়ে। ছাদ আলাদা হলেও আইনি বিচ্ছেদ দেননি অভিনেতা। তার পরেও একাধিক নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। মজা করে নাকি এক সহ-অভিনেত্রীর নিতম্বেও স্পর্শ করতেন অভিনেতা। শোনা যায়, জীবনসায়াহ্নে নাকি প্রথম প্রেমিকার সঙ্গেই আবার সখ্য গড়ে উঠেছিল বলি নায়ক রাজেশ খন্নার।
১৯৬৬ সালে ‘আখরি খত’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পদার্পণ রাজেশের। তার পর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। রাজেশ তাঁর অভিনয়দক্ষতা নিয়ে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমন তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বলিজগতে কম জলঘোলা হয়নি। রাজেশ যখন বলিউডে সবেমাত্র নাম করতে শুরু করেছেন, তখন বলি নায়িকা অঞ্জু মহেন্দ্রের সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল তাঁর। সেই সময় সবেমাত্র কেরিয়ার শুরু করেছিলেন অঞ্জু।