Advertisement
০১ এপ্রিল ২০২৩
Number of Bed Partners of Famous Personalities

কারও চার হাজার তো কারও কুড়ি হাজার! এই তারকাদের অনেকে শয্যাসঙ্গীর সংখ্যা মনেই রাখতেন না

এমন গুটিকতক তারকা রয়েছেন যাঁরা নিজেদের যশ, খ্যাতির সুযোগ নিয়ে বহু শয্যাসঙ্গীর সঙ্গে যৌনতায় মেতে থাকতেন।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ০৮:৪৯
Share: Save:
০১ ১৯
যশ, প্রতিপত্তি বেড়ে যাওয়ার পরেও কোনও তারকা মাটির মানুষ হয়ে তাঁর অনুরাগীদের কাছাকাছি পৌঁছে যান। কোনও তারকা আবার নিজেকে  প্রচারের আলো থেকে দূরে রাখতে চান। কিন্তু এমন গুটিকতক তারকা রয়েছেন, যাঁরা নিজেদের যশ, খ্যাতির সুযোগ নিয়ে বহু সঙ্গীর সঙ্গে যৌনতায় মেতে থাকতেন। যাঁদের বেশির ভাগ হতেন তাঁদের ভক্ত। কখনও আত্মজীবনী কখনও বা সাক্ষাৎকারে সে কথা স্বীকার করেছেন এই তারকারা।

যশ, প্রতিপত্তি বেড়ে যাওয়ার পরেও কোনও তারকা মাটির মানুষ হয়ে তাঁর অনুরাগীদের কাছাকাছি পৌঁছে যান। কোনও তারকা আবার নিজেকে প্রচারের আলো থেকে দূরে রাখতে চান। কিন্তু এমন গুটিকতক তারকা রয়েছেন, যাঁরা নিজেদের যশ, খ্যাতির সুযোগ নিয়ে বহু সঙ্গীর সঙ্গে যৌনতায় মেতে থাকতেন। যাঁদের বেশির ভাগ হতেন তাঁদের ভক্ত। কখনও আত্মজীবনী কখনও বা সাক্ষাৎকারে সে কথা স্বীকার করেছেন এই তারকারা।

প্রতীকী ছবি।

০২ ১৯
‘রোলিং স্টোন্‌স’ ব্যান্ডের মুখ্য গীতিকার হিসাবে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মাইকেল ফিলিপ জ্যাগার। মাইকেলের জীবনী লেখার সময় গায়কের জীবনের খুঁটিনাটি জানতে তাঁর সংস্পর্শে এসেছিলেন ওই বইয়ের লেখক ক্রিস্টোফার অ্যান্ডারসন।

‘রোলিং স্টোন্‌স’ ব্যান্ডের মুখ্য গীতিকার হিসাবে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মাইকেল ফিলিপ জ্যাগার। মাইকেলের জীবনী লেখার সময় গায়কের জীবনের খুঁটিনাটি জানতে তাঁর সংস্পর্শে এসেছিলেন ওই বইয়ের লেখক ক্রিস্টোফার অ্যান্ডারসন।

ছবি: সংগৃহীত।

০৩ ১৯
ক্রিস্টোফার এক সাক্ষাৎকারে জানান যে, সারা জীবনে ৪ হাজার মহিলার শয্যাসঙ্গী ছিল তাঁর। মহিলাদের পাশাপাশি পুরুষদের সঙ্গেও ঘনিষ্ঠ হতেন তিনি। মাইকেলের শয্যাসঙ্গীদের তালিকায় অভিনেত্রী ফারাহ ফসেট এবং আমেরিকার এক বিখ্যাত শিল্পী আ্যান্ডি ওয়ারহল রয়েছেন বলে ক্রিস্টোফারের দাবি।

ক্রিস্টোফার এক সাক্ষাৎকারে জানান যে, সারা জীবনে ৪ হাজার মহিলার শয্যাসঙ্গী ছিল তাঁর। মহিলাদের পাশাপাশি পুরুষদের সঙ্গেও ঘনিষ্ঠ হতেন তিনি। মাইকেলের শয্যাসঙ্গীদের তালিকায় অভিনেত্রী ফারাহ ফসেট এবং আমেরিকার এক বিখ্যাত শিল্পী আ্যান্ডি ওয়ারহল রয়েছেন বলে ক্রিস্টোফারের দাবি।

প্রতীকী ছবি।

০৪ ১৯
জন জোসেফ নিকলসনের নাম উঠলেই ‘দ্য শাইনিং’, ‘ব্যাটম্যান’, ‘দ্য ডিপার্টেড’ ছবির কথা মনে আসে। তবে অভিনেতার শয্যাসঙ্গীর সংখ্যাও কম ছিল না। এক সাক্ষাৎকারে জন জানিয়েছিলেন যে, তিনি বয়সের ধার ধারতেন না। প্রাপ্তবয়স্কা হলেই হল।

জন জোসেফ নিকলসনের নাম উঠলেই ‘দ্য শাইনিং’, ‘ব্যাটম্যান’, ‘দ্য ডিপার্টেড’ ছবির কথা মনে আসে। তবে অভিনেতার শয্যাসঙ্গীর সংখ্যাও কম ছিল না। এক সাক্ষাৎকারে জন জানিয়েছিলেন যে, তিনি বয়সের ধার ধারতেন না। প্রাপ্তবয়স্কা হলেই হল।

ছবি: সংগৃহীত।

০৫ ১৯
সারা জীবনে ২ হাজার মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন বলে দাবি করেন জন। অভিনেতার মন্তব্য, ‘‘আমি কারও সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে জেনেছি যে তাঁর মা-ও কখনও আমার শয্যাসঙ্গী ছিলেন।’’

সারা জীবনে ২ হাজার মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন বলে দাবি করেন জন। অভিনেতার মন্তব্য, ‘‘আমি কারও সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে জেনেছি যে তাঁর মা-ও কখনও আমার শয্যাসঙ্গী ছিলেন।’’

প্রতীকী ছবি।

০৬ ১৯
হলিউডের নামজাদা অভিনেত্রী জেনিফার কুলিজ। ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’, ‘আমেরিকান পাই: রিইউনিয়ন’-সহ অনেক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। জেনিফার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ‘আমেরিকান পাই: রিইউনিয়ন’ ছবি তাঁর জীবনে ভিন্ন স্বাদ এনে দিয়েছিল।

হলিউডের নামজাদা অভিনেত্রী জেনিফার কুলিজ। ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’, ‘আমেরিকান পাই: রিইউনিয়ন’-সহ অনেক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। জেনিফার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ‘আমেরিকান পাই: রিইউনিয়ন’ ছবি তাঁর জীবনে ভিন্ন স্বাদ এনে দিয়েছিল।

ছবি: সংগৃহীত।

০৭ ১৯
এই ছবিতে অভিনয় করার পর অভিনেত্রীর সঙ্গে অনেকেই ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। তবে জেনি‌ফারের দাবি, তিনি ২০০ জনকে সরাসরি নাকচ করে দিয়েছিলেন। তবুও তাঁর শয্যাসঙ্গীর কখনও অভাব হয়নি।

এই ছবিতে অভিনয় করার পর অভিনেত্রীর সঙ্গে অনেকেই ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। তবে জেনি‌ফারের দাবি, তিনি ২০০ জনকে সরাসরি নাকচ করে দিয়েছিলেন। তবুও তাঁর শয্যাসঙ্গীর কখনও অভাব হয়নি।

প্রতীকী ছবি।

০৮ ১৯
১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ চলচ্চিত্রে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন জর্জ রবার্ট লেজনবি। বন্ডের চরিত্রে অভিনয় করা সর্বকনিষ্ঠ অভিনেতা তিনি।

১৯৬৯ সালে ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ চলচ্চিত্রে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন জর্জ রবার্ট লেজনবি। বন্ডের চরিত্রে অভিনয় করা সর্বকনিষ্ঠ অভিনেতা তিনি।

ছবি: সংগৃহীত।

০৯ ১৯
দ্য গার্ডিয়ানকে দেওয়া একটি সাক্ষাৎকারে জর্জ বলেছিলেন, ‘‘একটা সময় এমন কাটিয়েছি যে, দিনে অন্তত ৪ থেকে ৫ জন মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতাম। অস্ট্রেলিয়া থেকে এসেছিলাম আমি। দেখতে-শুনতেও ভাল ছিলাম। তাই আমার শয্যাসঙ্গীর কোনও অভাব হয়নি।’’

দ্য গার্ডিয়ানকে দেওয়া একটি সাক্ষাৎকারে জর্জ বলেছিলেন, ‘‘একটা সময় এমন কাটিয়েছি যে, দিনে অন্তত ৪ থেকে ৫ জন মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হতাম। অস্ট্রেলিয়া থেকে এসেছিলাম আমি। দেখতে-শুনতেও ভাল ছিলাম। তাই আমার শয্যাসঙ্গীর কোনও অভাব হয়নি।’’

ছবি: সংগৃহীত।

১০ ১৯
আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় উইল্টন নরম্যান চেম্বারলিন তাঁর লেখা ‘অ্যা ভিউ ফ্রম অ্যাবাভ’ বইয়ে লিখেছেন, ‘‘আমার শয্যাসঙ্গীর সংখ্যা ছিল কুড়ি হাজার। এক জনের সঙ্গে এক বার ঘনিষ্ঠ হওয়ার পর দ্বিতীয় বার আর তাঁর সঙ্গে সময় কাটাতাম না।

আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় উইল্টন নরম্যান চেম্বারলিন তাঁর লেখা ‘অ্যা ভিউ ফ্রম অ্যাবাভ’ বইয়ে লিখেছেন, ‘‘আমার শয্যাসঙ্গীর সংখ্যা ছিল কুড়ি হাজার। এক জনের সঙ্গে এক বার ঘনিষ্ঠ হওয়ার পর দ্বিতীয় বার আর তাঁর সঙ্গে সময় কাটাতাম না।

ছবি: সংগৃহীত।

১১ ১৯
বাস্কেটবল খেলে জনপ্রিয় হয়েছিলেন লামার জোসেফ ওডোম। লামার তাঁর আত্মজীবনী ‘ডার্কনেস টু লাইট’-এ লিখেছেন, ‘‘আমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন আমি যৌনতা ছাড়া আর কিছুই বুঝতাম না। দু’হাজারেরও বেশি মহিলাদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছি আমি। কখনও কখনও আমি তাঁদের টাকাপয়সাও দিতাম। কিন্তু কোনও দিন ওই মহিলাদের আমি ছোট করে দেখিনি।’’

বাস্কেটবল খেলে জনপ্রিয় হয়েছিলেন লামার জোসেফ ওডোম। লামার তাঁর আত্মজীবনী ‘ডার্কনেস টু লাইট’-এ লিখেছেন, ‘‘আমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন আমি যৌনতা ছাড়া আর কিছুই বুঝতাম না। দু’হাজারেরও বেশি মহিলাদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছি আমি। কখনও কখনও আমি তাঁদের টাকাপয়সাও দিতাম। কিন্তু কোনও দিন ওই মহিলাদের আমি ছোট করে দেখিনি।’’

ছবি: সংগৃহীত।

১২ ১৯
আমেরিকার বিখ্যাত সঙ্গীতশিল্পী জন উইলিয়াম ওটস তারকাদের এই তালিকায় রয়েছেন। পেজ সিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জন জানান যে, সত্তর এবং আশির দশকে তিনি সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন। সেই সময় এত মহিলার সঙ্গে তিনি ঘনিষ্ঠ হয়েছিলেন যে তাঁর শয্যাসঙ্গীর সংখ্যাও মনে নেই। কমপক্ষে হাজারের বেশি মহিলার সঙ্গে তিনি সঙ্গমে লিপ্ত হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

আমেরিকার বিখ্যাত সঙ্গীতশিল্পী জন উইলিয়াম ওটস তারকাদের এই তালিকায় রয়েছেন। পেজ সিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জন জানান যে, সত্তর এবং আশির দশকে তিনি সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন। সেই সময় এত মহিলার সঙ্গে তিনি ঘনিষ্ঠ হয়েছিলেন যে তাঁর শয্যাসঙ্গীর সংখ্যাও মনে নেই। কমপক্ষে হাজারের বেশি মহিলার সঙ্গে তিনি সঙ্গমে লিপ্ত হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৯
‘টু অ্যান্ড আ হাফ মেন’ আমেরিকার একটি নামকরা টেলিভিশন ধারাবাহিক। এই ধারাবাহিকে চার্লি হারপারের চরিত্রে অভিনয় করে মন জিতে নিয়েছিলেন অভিনেতা চার্লি শীন। ২০০০ সালে দেওয়া একটি  সাক্ষাৎকারে চার্লি জানিয়েছেন,  ৫ হাজার মহিলার সঙ্গে তিনি ঘনিষ্ঠ হয়েছিলেন। একসঙ্গে ৩ জন মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে বেশি পছন্দ করতেন চার্লি।

‘টু অ্যান্ড আ হাফ মেন’ আমেরিকার একটি নামকরা টেলিভিশন ধারাবাহিক। এই ধারাবাহিকে চার্লি হারপারের চরিত্রে অভিনয় করে মন জিতে নিয়েছিলেন অভিনেতা চার্লি শীন। ২০০০ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে চার্লি জানিয়েছেন, ৫ হাজার মহিলার সঙ্গে তিনি ঘনিষ্ঠ হয়েছিলেন। একসঙ্গে ৩ জন মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে বেশি পছন্দ করতেন চার্লি।

ছবি: সংগৃহীত।

১৪ ১৯
আমেরিকার বিখ্যাত কুস্তিগির ছিলেন রিচার্ড মরগ্যান ফ্লেয়ার। সারা বছরে ১০ হাজারেরও বেশি মহিলার সঙ্গে যৌনতায় মেতেছিলেন রিচার্ড। এমনটাই দাবি করেছেন তিনি। কিন্তু রিচার্ড জানিয়েছেন, ওয়েন্ডি বার্লোর সঙ্গে তাঁর বিয়ে হওয়ার পর তিনি অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াননি।

আমেরিকার বিখ্যাত কুস্তিগির ছিলেন রিচার্ড মরগ্যান ফ্লেয়ার। সারা বছরে ১০ হাজারেরও বেশি মহিলার সঙ্গে যৌনতায় মেতেছিলেন রিচার্ড। এমনটাই দাবি করেছেন তিনি। কিন্তু রিচার্ড জানিয়েছেন, ওয়েন্ডি বার্লোর সঙ্গে তাঁর বিয়ে হওয়ার পর তিনি অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্কে জড়াননি।

ছবি: সংগৃহীত।

১৫ ১৯
বিশ্বের প্রথম সুপারমডেল। এমনটাই দাবি করেন জেনিস ডিকিনসন নিজেই। ৫২ বছর বয়সি জেনিস এক সাক্ষাৎকারে তাঁর যৌনজীবন নিয়ে মুখ খুলেছিলেন। জেনিস জানান, কমপক্ষে হাজারের বেশি পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি। হলিপাড়ার নামী তারকারা তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে আসতে চেয়েছিলেন বলেও দাবি জেনিসের।

বিশ্বের প্রথম সুপারমডেল। এমনটাই দাবি করেন জেনিস ডিকিনসন নিজেই। ৫২ বছর বয়সি জেনিস এক সাক্ষাৎকারে তাঁর যৌনজীবন নিয়ে মুখ খুলেছিলেন। জেনিস জানান, কমপক্ষে হাজারের বেশি পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি। হলিপাড়ার নামী তারকারা তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে আসতে চেয়েছিলেন বলেও দাবি জেনিসের।

ছবি: সংগৃহীত।

১৬ ১৯
‘কিস’ হার্ড রক ব্যান্ডের সঙ্গীতশিল্পী হিসাবে প্রশংসা কুড়িয়েছিলেন জিন সিমনস। ২০১১ সালে শ্যানন টুইডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জিন। কিন্তু বিয়ের আগে শর্ত রেখেছিলেন শ্যানন।

‘কিস’ হার্ড রক ব্যান্ডের সঙ্গীতশিল্পী হিসাবে প্রশংসা কুড়িয়েছিলেন জিন সিমনস। ২০১১ সালে শ্যানন টুইডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জিন। কিন্তু বিয়ের আগে শর্ত রেখেছিলেন শ্যানন।

ছবি: সংগৃহীত।

১৭ ১৯
এক সাক্ষাৎকারে জিন বলেছেন, ‘‘আমি যখন যে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি, তখন তাঁর পোলারয়েড ছবি তুলে রেখেছিলাম। বিয়ের আগে আমার বৌ শর্ত রেখেছিল যে, আমি এই ছবিগুলি পুড়িয়ে ফেললে তবে ও আমায় বিয়ে করবে। ছবি পোড়ানোর সময় লক্ষ করি আমার কাছে ৪,৮০০টি পোলারয়েড রয়েছে। তখন আমার খেয়াল হয় যে, আমি এত জন মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছি।’’

এক সাক্ষাৎকারে জিন বলেছেন, ‘‘আমি যখন যে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি, তখন তাঁর পোলারয়েড ছবি তুলে রেখেছিলাম। বিয়ের আগে আমার বৌ শর্ত রেখেছিল যে, আমি এই ছবিগুলি পুড়িয়ে ফেললে তবে ও আমায় বিয়ে করবে। ছবি পোড়ানোর সময় লক্ষ করি আমার কাছে ৪,৮০০টি পোলারয়েড রয়েছে। তখন আমার খেয়াল হয় যে, আমি এত জন মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছি।’’

প্রতীকী ছবি।

১৮ ১৯
‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করে অ্যাডাম ওয়েস্ট জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু ছবির শুটিংয়ের মাঝেই পোশাক বদল করার ঘরে চলত শরীরের খেলা। এ কথা দাবি করেছেন তিনি নিজেই।

‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করে অ্যাডাম ওয়েস্ট জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু ছবির শুটিংয়ের মাঝেই পোশাক বদল করার ঘরে চলত শরীরের খেলা। এ কথা দাবি করেছেন তিনি নিজেই।

ছবি: সংগৃহীত।

১৯ ১৯
এক পুরনো সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে, এক রাতে ৮ জন মহিলার সঙ্গে যৌনতায় মাততেন তিনি। প্রতি রাতেই সঙ্গমে লিপ্ত হতেন অ্যাডাম। এমনকি, ড্রেসিংরুমে তাড়াহুড়োর মধ্যেও অভিনেতা মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হতেন।

এক পুরনো সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে, এক রাতে ৮ জন মহিলার সঙ্গে যৌনতায় মাততেন তিনি। প্রতি রাতেই সঙ্গমে লিপ্ত হতেন অ্যাডাম। এমনকি, ড্রেসিংরুমে তাড়াহুড়োর মধ্যেও অভিনেতা মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হতেন।

প্রতীকী ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.