সোনার পর এ বার বিশুদ্ধ কোয়ার্টজ়। ফের দামি খনিজ সম্পদের ‘জ্যাকপট’ পেল চিন। শুধু তা-ই নয়, বৃহস্পতি তুঙ্গে হওয়ায় এ বার মার্কিন-নির্ভরশীলতা বেজিং পুরোপুরি কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পাশাপাশি, ড্রাগনের সামনে খুলতে চলেছে সেমিকন্ডাক্টর এবং সৌরশক্তি শিল্পে একচেটিয়া বাজার দখলের সুযোগ। এই আবিষ্কার প্রযুক্তিক্ষেত্রে চিনকে যে কয়েক গুণ এগিয়ে দিল, তা বলাই বাহুল্য।
চলতি বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে উচ্চ মানের বিশুদ্ধ কোয়ার্টজ়ের বিশাল ভান্ডারের হদিস মেলার কথা ঘোষণা করে বেজিঙের প্রাকৃতিক সম্পদ মন্ত্রক। এর পরই দুনিয়া জুড়ে পড়ে যায় শোরগোল। সরকারি ভাবে চিন জানিয়েছে, হেনান প্রদেশের কিনলিং এবং উইঘুর মুসলিম অধ্যুষিত স্বায়ত্তশাসিত শিনজিয়াং প্রদেশের আলতাই এলাকার মাটির গভীরে জমা রয়েছে ওই ‘কুবেরের ধন’। খুব শীঘ্রই এর উত্তোলন শুরু করবে প্রেসিডেন্ট শি জিনপিঙের প্রশাসন।