ফের হাতিয়ারের দুনিয়ায় চিনা চমক! নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল বেজিং। ড্রাগনভূমির প্রতিরক্ষা গবেষকদের দাবি, এর সাহায্যে চোখের পলকে ধ্বংস হবে পঞ্চম প্রজন্মের ‘স্টেল্থ’ শ্রেণির লড়াকু জেট। পাশাপাশি, ওড়ানো যাবে বিমানবাহী রণতরী-সহ অন্যান্য যুদ্ধপোত। মান্দারিনভাষীদের এ-হেন সাফল্যে ঘুম উড়েছে যুক্তরাষ্ট্রের। জাতীয় সুরক্ষা নিয়ে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে নয়াদিল্লিরও।
পশ্চিমি গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, চিন যে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে, তার গতিবেগ ৫ ম্যাক। অর্থাৎ, শব্দের পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে ওই ‘ব্রহ্মাস্ত্র’। তবে হাতিয়ারটির আসল শক্তি লুকিয়ে আছে তার নকশায়। সেখানে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন বেজিঙের প্রতিরক্ষা গবেষকেরা। ফলে সম্পূর্ণ ভিন্ন আকার নিয়ে আত্মপ্রকাশ করেছে ড্রাগনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা।