
কখনও ষষ্ঠ প্রজন্মের লড়াকু জেট, কখনও আবার ‘নিঃশব্দ ঘাতক’ মার্কিন পরমাণু চালিত ডুবোজাহাজ চিহ্নিতকরণের প্রযুক্তি। একের পর এক ভয়ঙ্কর সব ‘ব্রহ্মাস্ত্র’ প্রকাশ্যে এনে সারা দুনিয়াকে চমকাচ্ছে চিন। সেই তালিকায় এ বার যুক্ত হল অত্যাধুনিক রাডার। এতে ‘হাইপারসনিক’ (শব্দের পাঁচ গুণের চেয়ে বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্রও ধরা পড়বে বলে দাবি করেছে বেজিং।

চলতি বছরের জানুয়ারি মাসে দূরপাল্লার অত্যাধুনিক রাডারের ছবি প্রকাশ করে ড্রাগনভূমির সরকারি গণমাধ্যম। সেখানেই সংশ্লিষ্ট রাডারটি অন্তত হাজার মাইল দূরত্ব থেকে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারবে বলে দাবি করা হয়। এই খবর সম্প্রচারিত হতেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে হইচই। বিষয়টিকে মোটেই হালকা ভাবে নিতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র। বেজিঙের ওই রাডার চিন্তা বাড়িয়েছে নয়াদিল্লিরও।