এ যেন মাছের তেলেই মাছ ভাজা! ভারতীয়দেরই ব্যবহার করে এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা সরাচ্ছে একদল প্রতারক। ভিন্রাষ্ট্রে বসে কম্পিউটার-ল্যাপটপের বোতামে আঙুল ছুঁইয়েই গোটা প্রক্রিয়া সেরে ফেলছে তারা। শুধু তা-ই নয়, ডিজিটাল প্রতারণাকে সামনে রেখে দিব্যি চলছে মানবপাচার! তাঁদের জালে আটকে পড়া ভারতীয়দের যন্ত্রের মতো করতে হচ্ছে দাসবৃত্তি। বিষয়টি নজরে আসায় টনক নড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের।
পুলিশি ভাষায় এ-হেন অপরাধের নাম ‘সাইবার ক্রাইম’। মাকড়সার মতো এর জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছে গোটা দেশ। সম্প্রতি এই সংক্রান্ত একটি বিস্ফোরক রিপোর্ট সরকারের কাছে জমা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ বা আইফোরসি। সেখানে বলা হয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) অনলাইন জালিয়াতির কারণে লোকসান হয়েছে সাত হাজার কোটি টাকা।