শক্তিশালী পাসওয়ার্ড ছাড়া ডিজিটাল দুনিয়ায় পা রাখা মানে চোরকে আমন্ত্রণ জানানো। সমাজমাধ্যম অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট কিংবা ফোন বা ল্যাপটপ, যা-ই হোক না কেন, তার জন্য পাসওয়ার্ড দেওয়া আবশ্যক। সাইবার জালিয়াতেরা ওত পেতে বসে আছে ডিজিটাল অ্যাকাউন্টে সিঁদ কাটার জন্য। পাসওয়ার্ড নির্বাচন সঠিক না হলে বহু গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের দখলে।
পাসওয়ার্ড যত কঠিন হবে ততই সুরক্ষিত হবে আপনার ডিজিটাল অ্যাকাউন্ট। কঠিন পাসওয়ার্ডের বর্ম ভেদ করতে বেগ পেতে হবে সাইবার জালিয়াতদের। ডিজিটাল দুনিয়ার যত অগ্রগতি হয়েছে, তার ফাঁকফোকরগুলিও ততই প্রকট হচ্ছে। শক্তিশালী পাসওয়ার্ডের সুরক্ষাকবচও ভেঙে ফেলছে হ্যাকার বা সাইবার অপরাধীরা। আর সহজ পাসওয়ার্ড তো তাদের কাছে জলভাত।