Advertisement
২৭ মার্চ ২০২৫
Bollywood Gossip

প্রথম পছন্দ ‌ছিলেন টম ক্রুজ়, কাহিনি বদলে গেলে প্রস্তাব ফেরান তিন খান, তবুও ইতিহাস গড়ে এই ছবি

৪০ লক্ষ টাকা খরচ করে তৈরি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ মুক্তির পর সেই সময় বক্স অফিসে ১০২ কোটি টাকার ব্যবসা করে। শুধু তা-ই নয়, ৩০ বছর পর ছবিটি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩
Share: Save:
০১ ১৮
amir khan, saifa ali khan, salman khan

নির্মাতাদের পছন্দ ছিলেন হলিউডের জনপ্রিয় তারকা। কিন্তু কাহিনি বদলে যাওয়ায় পছন্দও পরিবর্তিত হয়ে যায়। হলি নায়কের জন্য ভাবা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে প্রাথমিক ভাবে ফিরিয়ে দেন বলিপাড়ার তিন খানই। তবুও হিট হয় সেই ছবি। ৩০ বছর পরেও আজও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে সেই ছবি।

০২ ১৮
shah rukh khan

আদিত্য চোপড়ার পরিচালনায় ১৯৯৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। সেই ছবিতে অভিনয় করে শাহরুখ খান রাতারাতি বলিপাড়ার ‘কিং অফ রোম্যান্স’-এ পরিণত হয়ে যান। বড় পর্দায় জনপ্রিয় হয়ে ওঠে শাহরুখ এবং কাজলের জুটি।

০৩ ১৮
kajal and shah rukh khan

বলিপাড়া সূত্রে খবর, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির চিত্রনাট্য নির্মাণ করার সময় অন্য ধরনের কাহিনি লিখেছিলেন আদিত্য। ভারতীয় এক নারীর প্রেমে পড়েন আমেরিকার এক তরুণ। তার পর সেই কাহিনি ধাপে ধাপে এগোতে থাকে। প্রথমে এমনই ভেবেছিলেন আদিত্য।

০৪ ১৮
tom cruise

কানাঘুষো শোনা যায়, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অভিনয়ের জন্য টম ক্রুজ়কে প্রস্তাব দেওয়ার কথা ভেবে ফেলেছিলেন তিনি। কিন্তু তাঁকে বাধা দিয়েছিলেন আদিত্যের পিতা তথা বলিপাড়ার জনপ্রিয় ছবিনির্মাতা যশ চোপড়া।

০৫ ১৮
yash chopra, aditya chopra

বলিপাড়ার জনশ্রুতি, আদিত্য যখন তাঁর ছবি নিয়ে যশের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন তখন তিনি আদিত্যকে তাঁর ছবির কাহিনি বদল করার নির্দেশ দিয়েছিলেন।

০৬ ১৮
tom cruise

যশের মতে, হিন্দি ছবিতে সম্পূর্ণ ভারতীয় স্বাদ আনতে কাহিনি পুরোপুরি বদল করতে হবে। তার ফলে ভারতীয় দর্শক ছবির সঙ্গে নিজেকে আরও সম্পৃক্ত করতে পারবেন। বাবার কথা শুনে রাতারাতি কাহিনি পরিবর্তন করে ফেলেছিলেন আদিত্য। ফলত তাঁর পছন্দের তালিকা থেকে বাদ দিতে হয়েছিল টম ক্রুজ়কেও।

০৭ ১৮
aamir khan

বলিউডের গুঞ্জন, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির মুখ্যচরিত্রের জন্য শাহরুখ প্রথম পছন্দ ছিলেন না আদিত্যের। আমির খানকে সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে কোনও এক অজানা কারণে তিনি এই ছবিতে অভিনয় করতে চাননি।

০৮ ১৮
salman khan

‘পারফেকশনিস্ট’ আমিরের পাশাপাশি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলিউডের ‘ভাইজান’ সলমন খানকেও।

০৯ ১৮
salman khan

অন্দরমহলে কান পাতলে শোনা যায় যে, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অভিনয়ের জন্য সলমনকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু তিনিও এই ছবিতে অভিনয় করতে রাজি হননি।

১০ ১৮
aamir khan, salman khan

আমির এবং সলমন— বলিপাড়ার দুই খান ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে নির্মাতারা দ্বারস্থ হন অন্য এক খানের কাছে।

১১ ১৮
saif ali khan

বলিপাড়া সূত্রে খবর, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য সইফ আলি খানের সঙ্গে দেখা করেন নির্মাতারা। কিন্তু সময়ের অভাবে তিনি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন।

১২ ১৮
shah rukh khan

বলিউডের তিন খান ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করলে শাহরুখ খানের সঙ্গে দেখা করেন নির্মাতারা। সেই সময় শাহরুখের বয়স ৩০ বছর।

১৩ ১৮
shah rukh khan

১৯৯৩ সালে ‘ডর’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন শাহরুখ। সেই সময় অ্যাকশন ঘরানার ছবিতে অভিনয় করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু তাঁকে পুরোদস্তুর রোম্যান্টিক ঘরানার এই ছবিতে অভিনয় করার অনুরোধ করেন আদিত্য।

১৪ ১৮
shah rukh khan

বলিপাড়ার গুঞ্জন, ইচ্ছাপূরণ না হওয়ায় প্রথমে আদিত্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ। রোম্যান্টিক হিরো হিসাবে পরিচিতি চাইতেন না তিনি। কিন্তু আদিত্য হাল ছাড়ার পাত্র ছিলেন না।

১৫ ১৮
shah rukh khan

বলিপাড়া সূত্রে খবর, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পর পর চার বার ফিরিয়েছিলেন শাহরুখ। কখনও ইচ্ছাপূরণ না হওয়ার কারণে, কখনও আবার চরিত্রে মানাবে না বলে নির্মাতাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

১৬ ১৮
shah rukh khan

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে রাজ মলহোত্রের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। শাহরুখের মতে, চরিত্রটি কলেজপড়ুয়া। তাই তার বয়সও কম।

১৭ ১৮
dil wale dulhania leh jayenge

কমবয়সি চরিত্রে অভিনয়ের জন্য তরুণ কোনও অভিনেতাকেই মানাবে বলে দাবি করেছিলেন শাহরুখ। ৩০ বছর বয়সে দাঁড়িয়ে তিনি রাজের চরিত্রে অভিনয় করলে মানাবে না বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু আদিত্য কোনও কথাতেই কর্ণপাত করেননি। শেষমেশ শাহরুখ অভিনয় করতে রাজিও হয়ে যান।

১৮ ১৮
dil wale dulhania leh jayenge

৪০ লক্ষ টাকা খরচ করে তৈরি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ মুক্তির পর সেই সময় বক্স অফিসে ১০২ কোটি টাকার ব্যবসা করে। শুধু তা-ই নয়, ৩০ বছর পর ছবিটি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আজও মুম্বইয়ের মরাঠা থিয়েটারে রমরমিয়ে চলে এই ছবি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy