প্রথমে আয়তনে ছোট এবং দুর্বল অর্থনীতির দেশগুলিকে ঋণের ফাঁদে জড়িয়ে ফেলা। তার পর সেখানকার জমি, বাজার, এমনকি ঘরোয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে নাক গলানো। দীর্ঘ দিন ধরেই এই চেনা ছকে দুনিয়া জুড়ে প্রভাব বাড়িয়ে চলেছে চিন। এ-হেন ‘ধারের কূটনীতি’ আন্দাজ করে এত দিন সকলকে সাবধান করছিল আমেরিকা। কিন্তু সেই ‘জ্ঞানপাপী’ যুক্তরাষ্ট্রই কি এ বার জড়িয়ে পড়ল ড্রাগনের ঋণের জালে? এই ইস্যুতে সে দেশেরই একটি গবেষণা রিপোর্ট প্রকাশ্যে আসতে তুঙ্গে উঠেছে জল্পনা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ের ‘এইডডেটা’ গবেষণা প্রতিষ্ঠান। সম্প্রতি, চিনা অর্থনীতির উপর একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে তারা। সেখানে বলা হয়েছে, আমেরিকার বিভিন্ন সংস্থাকে ২০ হাজার কোটি ডলারের বেশি ঋণ দিয়ে রেখেছে বেজিঙের একাধিক সরকারি প্রতিষ্ঠান। ড্রাগনের অর্থানুকূল্যে চলছে ওয়াশিংটনের প্রায় আড়াই হাজার প্রকল্প।