শত্রুসংহারে ‘চুপিসারে’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ভারত। সেই মারণাস্ত্রের সফল পরীক্ষার খবর পেতেই বেজায় খুশি আমেরিকা। মার্কিন গণমাধ্যমগুলির দাবি, নয়াদিল্লির নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র অনায়াসে টেক্কা দিতে পারবে চিনকে। ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ (পড়ুন এয়ার ডিফেন্স) ব্যবহার করেও একে আটকানো অসম্ভব। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলির এ-হেন প্রতিবেদনে বেজিঙের যে রক্তচাপ বেড়েছে তা বলাই বাহুল্য।
চলতি বছরের ২২ জুলাই ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ‘দ্য মিরর ইউএস’। সেখানে বলা হয়েছে, হাইপারসনিক এবং পারমাণবিক হাতিয়ার বহনে সক্ষম উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টায় ঢিলে দিচ্ছেন না নয়াদিল্লির প্রতিরক্ষা গবেষকেরা। এতে এশিয়ায় ‘শক্তির ভরকেন্দ্র’ বদলাতে পারে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে চিনকে টক্কর দেওয়ার জায়গায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পৌঁছে গিয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।