Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Anunay Sood

লক্ষ লক্ষ অনুরাগী, কোটি কোটির সম্পত্তি! শেষ দেখা গিয়েছিল লাস ভেগাসে, জনপ্রিয় ভ্রমণ নেটপ্রভাবী অনুনয়ের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

অনুনয়ের একটি ইউটিউব চ্যানেলও ছিল। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় চার লক্ষ। ইউটিউব এবং ইনস্টাগ্রাম— উভয় প্ল্যাটফর্মেই ভ্রমণের রিল, ভিডিয়ো এবং ভ্লগ পোস্ট করতেন অনুনয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১১:৫৪
Share: Save:
০১ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

মৃত্যু হল দুবাইভিত্তিক জনপ্রিয় ভ্রমণ নেটপ্রভাবী (ট্রাভেল ইনফ্লুয়েন্সর) তথা আলোকচিত্রী অনুনয় সুদের। বৃহস্পতিবার সকালে অনুনয়েরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবর পোস্ট করেছেন পরিবারের সদস্যেরা।

০২ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

৩২ বছর বয়সি অনুনয়ের মৃত্যুর কারণ জানা যায়নি। ভ্রমণ নেটপ্রভাবীর মৃত্যুর কারণ প্রকাশ না করা হলেও, সমাজমাধ্যমে তা নিয়ে জল্পনা-কল্পনার ঝড় উঠেছে।

০৩ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

সমাজমাধ্যমে অনুনয়ের শেষ পোস্ট এবং কার্যকলাপ দেখে তাঁর অনুরাগীদের অনেকেরই মনে হয়েছে, তিনি লাস ভেগাসে ছিলেন। তবে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

০৪ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

অনুনয়ের পরিবার এবং বন্ধুরা ভ্রমণ নেটপ্রভাবীর অনুরাগীদের কাছে তাঁর মৃত্যু নিয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন। তাঁদের বাড়ির বাইরে ভিড় না জমানোরও আবেদন করা হয়েছে অনুনয়ের পরিবারের তরফে।

০৫ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

ইনস্টাগ্রামের ওই পোস্টে লেখা হয়েছে, ‘‘গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় অনুনয় সুদের মৃত্যুর খবরটি জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা আপনাদের সহমর্মিতা কামনা করছি। এ-ও অনুরোধ করছি, আপনারা আমাদের পরিবারের গোপনীয়তাকে মর্যাদা দেবেন এবং আমাদের বাড়ির কাছে অহেতুক ভিড় জমাবেন না।’’

০৬ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

পোস্টে এ-ও লেখা হয়েছে, ‘‘দয়া করে অনুনয়ের পরিবার এবং প্রিয়জনদের কথা ভাববেন। তাঁদের জন্য প্রার্থনা করবেন। অনুনয়ের আত্মা শান্তিতে থাকুক।’’

০৭ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

কিন্তু কে এই অনুনয় সুদ? অনুনয় এক জন ভ্রমণ নেটপ্রভাবী। দেশ-বিদেশে ঘুরে বেড়াতেন তিনি। ভ্রমণের ছবি, রিল ভিডিয়ো এবং ভ্লগ পোস্ট করতেন নিয়মিত।

০৮ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

চিত্রগ্রাহক হিসাবেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন অনুনয়। ইনস্টাগ্রামে অনুনয়ের ফলোয়ারের সংখ্যা ১৪ লক্ষেরও বেশি।

০৯ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

অনুনয়ের একটি ইউটিউব চ্যানেলও ছিল। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় চার লক্ষ। ইউটিউব এবং ইনস্টাগ্রাম— উভয় প্ল্যাটফর্মেই ভ্রমণের রিল, ভিডিয়ো এবং ভ্লগ পোস্ট করতেন অনুনয়।

১০ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

ভ্রমণ নেটপ্রভাবী হিসাবে অনুরাগীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন অনুনয়। ২০২২, ২০২৩ এবং ২০২৪— পর পর তিন বছর ফোর্বস ইন্ডিয়ার শীর্ষ ১০০ ডিজিটাল তারকার তালিকায় স্থানও পেয়েছিলেন।

১১ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী অনুনয় আলোকচিত্রী হিসাবে নাম করেছিলেন দুবাইয়ে। নেটপ্রভাবীর ইনস্টাগ্রামের পাতা ঘাঁটলেই তাঁর তোলা ছবি চোখে পড়বে।

১২ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

ইনস্টাগ্রামে দেশ-বিদেশের নামীদামি তারকাদের সঙ্গে ছবি পোস্ট করতেন অনুনয়। জানা গিয়েছে, দুবাইয়ে একটি মার্কেটিং ফার্মও চালাতেন তিনি।

১৩ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

একাধিক বিখ্যাত সংস্থার সঙ্গে কাজ করেছিলেন অনুনয়। সুইৎজ়ারল্যান্ড, সৌদি আরব, নিউ জ়িল্যান্ডের পর্যটন বিভাগের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। জানা গিয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি ছিল নেটপ্রভাবী অনুনয়ের।

১৪ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

দু’দিন আগে ইনস্টাগ্রামে শেষ পোস্ট করেছিলেন অনুনয়। লাস ভেগাসে বেশ কয়েকটি স্পোর্টস কারের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। পোস্টটিতে লেখা ছিল, ‘‘এখনও বিশ্বাস করতে পারছি না যে, সপ্তাহান্তে আমি আমার স্বপ্নের গা়ড়িগুলির সঙ্গে ছিলাম।’’

১৫ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

ইউটিউবে অনুনয় শেষ পোস্ট করেছিলেন ৩ নভেম্বর। সুইৎজ়ারল্যান্ডের অপরিচিত যে সব স্থানে পর্যটকদের পা সে ভাবে পড়ে না, সেই জায়গাগুলি নিয়ে একটি ভিডিয়ো আপলোড করেছিলেন তিনি।

১৬ ১৬
Dubai based travel influencer Anunay Sood passed way, all need to know about him

অনুনয়ের মৃত্যুর খবরে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া সমাজমাধ্যমে জুড়ে। দুঃখপ্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। অনুনয়ের অনুরাগীদের একাংশ জানিয়েছেন, নেটপ্রভাবীর মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তাঁরা। অনেকে আবার মৃত্যুর খবর নিয়ে সন্দেহ প্রকাশও করেছেন।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy