
‘টেক টাইটান’ বনাম ‘মাগা সিজ়ার’-এর যুদ্ধে সরগরম আমেরিকা। যত সময় গড়াচ্ছে, ততই তীব্র হচ্ছে বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংঘাত। দুই ‘ঘনিষ্ঠ বন্ধু’র এ হেন কাদা ছোড়াছুড়ির মধ্যে উঠে এসেছে এক ভারতীয় বংশোদ্ভূতের নাম। তাঁর কীর্তিকলাপে রয়েছে কিংবদন্তি চিনা সেনা অফিসার সান জ়ুর মতাদর্শের ছাপ। বেজিঙের জেনারেল বিশ্বাস করতেন, ‘‘যুদ্ধের সর্বোচ্চ শিল্প হল লড়াই না করে শত্রুকে দমন করা।’’

এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক হলেন বিবেক গণপতি রামস্বামী। ট্রাম্প ও মাস্কের লড়াইয়ে ‘নিরপেক্ষ’ থেকে বর্তমানে নিজের ঘর গোছাতে ব্যস্ত তিনি। যুক্তরাষ্ট্রের ওহায়ো প্রদেশের গভর্নর নির্বাচনে ভাগ্যপরীক্ষা হবে তাঁর। ভোট-বৈতরণী পেরোতে তাই কর্মী-সমর্থকদের চাঙ্গা করায় ব্যস্ত রামস্বামী। তাঁর এ হেন পদক্ষেপ রাজনৈতিক দূরদর্শিতা না কি নেপথ্যে রয়েছে অন্য ছক, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।