ইলন স্পেসএক্স-এর সিইও। ২০০৮ সালে স্পেসএক্স-এর তৈরি ফ্যালকন-১ ব্যক্তিগত ভাবে তৈরি করা তরল জ্বালানিতে চলা রকেট ছিল যা পৃথিবীর কক্ষপথে পৌঁছেছিল। এর পর থেকে পৃথিবীর কক্ষপথে একাধিক বার রকেট পাঠিয়েছে স্পেসএক্স। এমনকি, অন্যান্য গ্রহের পরিবেশকে মানুষের বসবাসযোগ্য তৈরি করা এবং সেই গ্রহগুলিতে শহর তৈরি করার জন্যও অনেক দিন ধরে গবেষণা চালাচ্ছে ইলনের এই সংস্থা। স্পেসএক্সের তরফে শনির বলয়েও মানুষের বাসযোগ্য শহর তৈরির পরিকল্পনা চলছে বলেও জল্পনা উঠেছিল।
দ্য বোরিং কোম্পানি: ২০১৬ সালে ইলন ‘দ্য বোরিং কোম্পানি’ নামে এক সংস্থা তৈরি করেন। অবকাঠামো এবং টানেল নির্মাণকারী আমেরিকার এই সংস্থা দ্রুত এবং কম খরচে টানেল তৈরি করে। কেবল মাত্র বৈদ্যুতিক গাড়ি চলাচলের জন্য টানেলগুলি তৈরি করে এই সংস্থা। এই সংস্থার মূল লক্ষ্য, শহুরে যানজট উপশম করা এবং কম সময়ের মধ্যে যাতে দূরের রাস্তা তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া নিশ্চিত করা।
ওপেনএআই: ২০১৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সি (এআই) নিয়ে গবেষণা করার জন্য ‘ওপেনএআই’ নামে একটি পরীক্ষাগার তৈরি করেন ইলন। এই পরীক্ষাগারের লক্ষ্য, গবেষণার মাধ্যমে এমন একটি এআই তৈরি করা যা সমগ্র মানবজাতির উন্নতির ক্ষেত্রে ব্যবহার করা যায়। সান ফ্রান্সিসকোতে এই পরীক্ষাগারটি তৈরি করেন ইলন।
কনফিনিটির টাকা আদানপ্রদানের প্রক্রিয়া আরও সহজ ছিল বলে এই সংস্থার সঙ্গে হাত মিলিয়েছিল ইলন। ১৯৯৮ সালের ডিসেম্বরে ম্যাক্স লেভচিন, পিটার থিয়েল এবং লুক নোসেক কনফিনিটি তৈরি করেন। প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০২ সালে পেপ্যালের আইপিও তৈরি হওয়ার পর পরই ‘ইবে’ সংস্থা ১৫০ কোটি ডলারে ‘পে প্যাল’ কিনে নেয়। ২০১৫ সালে ‘পে প্যাল’ একটি স্বাধীন কোম্পানিতে পরিণত হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy