Advertisement
২০ এপ্রিল ২০২৪
Entertainment News

যিশু, অঙ্কিতা, ড্যানি, মণিকর্ণিকার সঙ্গে কে কোন চরিত্রে অভিনয় করছেন জানেন?

দীর্ঘ অপেক্ষার পর গত কালই মুক্তি পেয়েছে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র ট্রেলার। আর ট্রেলার মুক্তির পর যেন দর্শকদের উন্মাদনা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। মুখ্য ভূমিকায় ছবিতে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। রয়েছেন যিশু সেনগুপ্ত, অঙ্কিতা লোখান্ডে, ড্যানি ডেনজংপা, সুরেশ ওবেরয়, অতুল কুলকার্নির মতো একঝাঁক তারকা। কে কোন চরিত্রে অভিনয় করছেন তা-ই দেখে নেওয়া যাক একনজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১০:৫১
Share: Save:
০১ ০৭
দীর্ঘ অপেক্ষার পর গত কালই মুক্তি পেয়েছে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র ট্রেলার। আর ট্রেলার মুক্তির পর যেন দর্শকদের উন্মাদনা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। মুখ্য ভূমিকায় ছবিতে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। রয়েছেন যিশু সেনগুপ্ত, অঙ্কিতা লোখান্ডে, ড্যানি ডেনজংপা, সুরেশ ওবেরয়, অতুল কুলকার্নির মতো একঝাঁক তারকা। কে কোন চরিত্রে অভিনয় করছেন তা-ই দেখে নেওয়া যাক একনজরে।

দীর্ঘ অপেক্ষার পর গত কালই মুক্তি পেয়েছে ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’র ট্রেলার। আর ট্রেলার মুক্তির পর যেন দর্শকদের উন্মাদনা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। মুখ্য ভূমিকায় ছবিতে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। রয়েছেন যিশু সেনগুপ্ত, অঙ্কিতা লোখান্ডে, ড্যানি ডেনজংপা, সুরেশ ওবেরয়, অতুল কুলকার্নির মতো একঝাঁক তারকা। কে কোন চরিত্রে অভিনয় করছেন তা-ই দেখে নেওয়া যাক একনজরে।

০২ ০৭
কঙ্গনা রানাওয়াতকে এই ছবিতে দেখা যাবে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে। তবে শুধু যোদ্ধা নয়। সেই ঝাঁসির রানি কখনও মা, কখনও স্ত্রী— এই দিকগুলোও ফুটিয়ে তুলেছেন কঙ্গনা।

কঙ্গনা রানাওয়াতকে এই ছবিতে দেখা যাবে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে। তবে শুধু যোদ্ধা নয়। সেই ঝাঁসির রানি কখনও মা, কখনও স্ত্রী— এই দিকগুলোও ফুটিয়ে তুলেছেন কঙ্গনা।

০৩ ০৭
১৮৫৭ সালের ইংরেজদের সঙ্গে ভারতীয়দের সেই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁতিয়া টোপি। আজও পরিষ্কার নয়, কী ভাবে মৃত্যু হয়েছিল তাঁতিয়া টোপির? সেই তাঁতিয়া টোপির ভূমিকায় দেখা যাবে অভিনেতা অতুল কুলকার্নিকে।

১৮৫৭ সালের ইংরেজদের সঙ্গে ভারতীয়দের সেই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁতিয়া টোপি। আজও পরিষ্কার নয়, কী ভাবে মৃত্যু হয়েছিল তাঁতিয়া টোপির? সেই তাঁতিয়া টোপির ভূমিকায় দেখা যাবে অভিনেতা অতুল কুলকার্নিকে।

০৪ ০৭
এই প্রথম বার কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সিলভার স্ক্রিনে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। ঝাঁসির মহারাজা অর্থাৎ মণিকর্ণিকার স্বামী গঙ্গাধর রাও নেওয়ালকারের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।

এই প্রথম বার কঙ্গনা রানাওয়াতের সঙ্গে সিলভার স্ক্রিনে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। ঝাঁসির মহারাজা অর্থাৎ মণিকর্ণিকার স্বামী গঙ্গাধর রাও নেওয়ালকারের চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।

০৫ ০৭
মরাঠার শেষ পেশওয়া দ্বিতীয় বাজিরাও এর চরিত্রে অভিনয় করছেন সুরেশ ওবেরয়। ১৮০২ সালে ইংরেজদের সঙ্গে ‘বাসেইন চুক্তি’ স্বাক্ষর করেছিলেন দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় ইংরেজ-মরাঠা যুদ্ধে নেতৃত্বও দিয়েছিলেন এই মরাঠা সম্রাট।

মরাঠার শেষ পেশওয়া দ্বিতীয় বাজিরাও এর চরিত্রে অভিনয় করছেন সুরেশ ওবেরয়। ১৮০২ সালে ইংরেজদের সঙ্গে ‘বাসেইন চুক্তি’ স্বাক্ষর করেছিলেন দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় ইংরেজ-মরাঠা যুদ্ধে নেতৃত্বও দিয়েছিলেন এই মরাঠা সম্রাট।

০৬ ০৭
যুদ্ধে মণিকর্ণিকার যোগ্য সেনাপতি হিসেবে ইংরেজদের জবাব দিয়েছিলেন গুলাম ঘাউস খান। আর ছবিতে সেই গুলামের চরিত্রে অভিনয় করছেন ড্যানি ডেনজংপা।

যুদ্ধে মণিকর্ণিকার যোগ্য সেনাপতি হিসেবে ইংরেজদের জবাব দিয়েছিলেন গুলাম ঘাউস খান। আর ছবিতে সেই গুলামের চরিত্রে অভিনয় করছেন ড্যানি ডেনজংপা।

০৭ ০৭
ঝাঁসির রানির আর এক বিশ্বস্ত সেনাপতি ছিলেন ঝলকারিবাঈ। মণিকর্ণিকার কাঁধে কাঁধ মিলিয়ে তিনি জমিয়ে লড়াই করেছিলেন ইংরেজদের সঙ্গে। সে চরিত্রে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডেকে। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ হচ্ছে অঙ্কিতার।

ঝাঁসির রানির আর এক বিশ্বস্ত সেনাপতি ছিলেন ঝলকারিবাঈ। মণিকর্ণিকার কাঁধে কাঁধ মিলিয়ে তিনি জমিয়ে লড়াই করেছিলেন ইংরেজদের সঙ্গে। সে চরিত্রে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডেকে। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ হচ্ছে অঙ্কিতার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE