শনিবার নিজের সমাজমাধ্যমে লিয়োনেল মেসি, লুইস সুয়ারেস ও রদ্রিগো দি পলের সঙ্গে ছবি দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পোস্টে লেখেন, তিনি বাংলার অভিনয় জগতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার ভক্ত যেখানে টাকা দিয়ে টিকিট কেটে প্রিয় ফুটবলারের এক ঝলক দেখতে পেলেন না, সেখানে মেসির সঙ্গে অভিনয় জগতের তারকাদের ছবি তোলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ‘ট্রোলড’ হচ্ছেন অভিনেত্রী।
এ বিষয়ে শুভশ্রী বলেন, “আমি সকালবেলা আমন্ত্রিত হিসেবে ওঁর হোটেলে গিয়েছিলাম, মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান ছিল। আমি ছাড়াও বিনোদন জগতের অনেকে ছিলেন। শিল্পপতি, ব্যবসায়ীরাও ছিলেন। ওখানে ছবি তোলার সুযোগ পাই। তার পর আমরা মাঠেও যাই, কিন্তু ওখানে যে বিশৃঙ্খলা হয়েছে, সেটা অনভিপ্রেত। কেন এটা হল জানি না। আয়োজকদের তরফে বড় ধরনের গাফিলতি রয়েছে।”
তিনি যে ট্রোলড হচ্ছেন, সেটা জানেন। বলছিলেন, “যাঁরা ট্রোলিং করছেন, তাঁদের কষ্টটা আমি বুঝতে পারছি। আমি নিজেও মেসির ভক্ত। টাকা দিয়ে টিকিট কেটে যদি তাঁরা প্রিয় তারকার এক ঝলকও দেখতে না পান, ক্ষোভ হওয়া স্বাভাবিক। আমারও হত। খবরে দেখছিলাম, কত কষ্ট করে টাকা জমিয়ে মানুষজন এসেছিলেন এ দিন। ট্রোলিং নিয়ে আমার খারাপ লাগা নেই, আমি সমব্যথী।” মেসির ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে বিনোদন জগৎ থেকে সোহম চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায় ও তাঁর পুত্র উজান গঙ্গোপাধ্যায়ও ছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)