সরগরম বলিউড। সুশান্ত কাণ্ডে মাদক চক্রের যোগ প্রকাশ্যে আসতেই ঘুম উড়েছে অনেকের। কঙ্গনা রানাউত সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাবে দাবি তুলেছেন দুই রণবীরের ড্রাগ পরীক্ষার। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বসিত পরিহার নামে বান্দ্রার এক বাসিন্দাকে গ্রেফতারও করেছে বুধবার। নাম জড়াচ্ছে শিল্পা শেট্টির পরিবারেরও।
এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত গৌরব আর্যকে ইতিমধ্যেই বেশ কয়েক বার ডেকে পাঠিয়েছে ইডি। আর তাতেই প্রকাশ্যে চলে এসেছে শিল্পার পরিবার সহ বলিউডের আরও বেশ কয়েকটি বিগ নেম। এনসিবি-র দাবি, বসিত নামে যাকে গতকাল গ্রেফতার করা হয়েছে, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিকের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। শৌভিকের নির্দেশেই এই বসিতের কাছ থেকে সুশান্তের জন্য মাদক জোগাড় করতেন স্যামুয়েল।