কৃষক বিদ্রোহে উত্তাল ইউরোপ। ট্র্যাক্টর নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হয়েছেন ফ্রান্স ও জার্মানির ‘অন্নদাতা’রা। অন্য দিকে, পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়াতে দেখা গিয়েছে বেলজিয়ামের বিক্ষুদ্ধ চাষিদের। নতুন বছরের গোড়ায় ইউরোপীয় কৃষকদের খেপে ওঠার নেপথ্যে রয়েছে একটি মুক্ত বাণিজ্যচুক্তি বা এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট)। তাঁদের এ-হেন বিক্ষোভের সঙ্গে হুবহু মিল রয়েছে ছ’বছর আগের উত্তর ভারতের কৃষক আন্দোলনের, যার মূলে ছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের চালু করা তিনটি ‘বিতর্কিত’ আইন।
চলতি বছরের ১৭ জানুয়ারি প্যারাগুয়ের রাজধানী আসানসিয়নে মারকোসুর গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে একটি মুক্ত বাণিজ্যচুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফলে ব্রাজ়িল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ের জন্য খুলে গিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত ২৭টি দেশের কৃষিবাজার। গত বছরের (২০২৫ সালের) ডিসেম্বরে এই সমঝোতার ইঙ্গিত পান ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের ‘অন্নদাতা’রা। সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট চুক্তির ব্যাপারে আপত্তি জানান তাঁরা। কিন্তু তার পরেও এফটিএ সই হওয়ায় দানা বাঁধে বিক্ষোভ।