দক্ষিণ কোরিয়া নামটা শুনলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে কোরিয়ান ব্যান্ড থেকে শুরু করে সিরিয়াল, সিরিজ়গুলি। ‘কোরিয়ান ড্রামা’ অথবা রোম্যান্টিক ঘরানার ছবি বা ওয়েব সিরিজ়ের দিকে বরাবর দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন কোরীয় ছবিনির্মাতারা। ভারত থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরে অবস্থিত দেশটি। চিনের উপকণ্ঠে অবস্থিত এই দেশটির বিনোদন জগৎ নিয়ে ভারত-সহ সমগ্র বিশ্বের উৎসাহের অন্ত নেই।
কোরীয় ড্রামায় দেশটির সামগ্রিক চিত্র যে ভাবে তুলে ধরা হয় তার থেকে বেশ কিছুটা আলাদা এই দেশটির বাস্তব অবস্থা। দেশটির ভিতরে রয়েছে অন্য একটি দেশ। উন্নত প্রযুক্তি, কে-পপ এবং কে-ড্রামা দিয়ে বিশ্বকে প্রভাবিত করে এমন একটি গতিশীল, প্রাণবন্ত দেশের ভবিষ্যৎ বেশ অন্ধকারাচ্ছন্ন। আত্মহত্যা, মদ্যপান, উদ্বেগ এবং হতাশার হার সর্বোচ্চ দক্ষিণ কোরিয়ায়!