Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Rishi Kapoor-Amitabh Bachchan

পুরস্কার ‘কেনা’ বনাম প্রশংসা না করা! ২৭ বছর অমিতাভের সঙ্গে কাজই করেননি ঋষি

ঋষি এবং অমিতাভ একসঙ্গে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করলেও কেরিয়ারের একটি সময়ে অমিতাভের সঙ্গে কাজ করতে চাননি ঋষি। কিন্তু এর নেপথ্যকারণ কী?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৩
Share: Save:
০১ ১৪
Rishi Kapoor and Amitabh Bachchan

বলিপাড়ায় পাঁচ দশকের বেশি সময় কাটিয়েছেন ঋষি কপূর। বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অমিতাভ বচ্চনও হিন্দি ফিল্মজগতে কাটিয়ে ফেলেছেন পাঁচ দশক। এখনও পর্যন্ত ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ঋষি এবং অমিতাভ একসঙ্গে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করলেও কেরিয়ারের একটি সময়ে অমিতাভের সঙ্গে কাজ করতে চাননি ঋষি। কেন?

০২ ১৪
Rishi Kapoor and Amitabh Bachchan

‘কভি কভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘নসীব’, ‘কুলি’, ‘আজুবা’র মতো একাধিক হিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন ঋষি এবং অমিতাভ। তার পর দুই বলি তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

০৩ ১৪
Rishi Kapoor and Amitabh Bachchan

২৭ বছরের বিরতির পর ২০১৮ সালে ‘১০২ নট আউট’ ছবিতে আবার একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ এবং ঋষি। এই প্রসঙ্গে ঋষি তাঁর আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’য় লিখেছিলেন। ঋষি স্বীকার করেছিলেন, তিনি নিজেই অমিতাভের সঙ্গে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। তার নেপথ্যকারণও উল্লেখ করেছিলেন ঋষি।

০৪ ১৪
Rishi Kapoor

ঋষি তাঁর বইতে লেখেন, ‘‘অমিতাভ ছিলেন বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। ওর কথা ভেবেই ছবির গল্প বোনা হত। ওর সঙ্গে পাল্লা না দিতে পারলেও আমরাও কোনও অংশে কম ছিলাম না।’’

০৫ ১৪
Amitabh Bachchan

যেখানে অমিতাভকে চরিত্র হিসাবে কল্পনা করে ছবির গল্প লেখা হত সেখানে সমসাময়িক অভিনেতাদের সেই জায়গায় পৌঁছনোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হত বলে দাবি করেছিলেন ঋষি।

০৬ ১৪
Amitabh Bachchan

অমিতাভের বিরুদ্ধে অভিযোগও করেন ঋষি। ঋষির দাবি ছিল, অমিতাভ কখনও তাঁর সহ-অভিনেতাদের প্রশংসা করেননি। ঋষি বলেন, ‘‘অমিতাভ কোনও দিন স্বীকার করবেন না কিন্তু কোনও সাক্ষাৎকারে তিনি সহ-অভিনেতাদের কৃতিত্ব স্বীকার করেননি।’’

০৭ ১৪
Rishi Kapoor and Amitabh Bachchan

সহ-অভিনেতাদের তালিকা থেকে বাদ দিলেও বলিপাড়ার ছবিনির্মাতাদের কখনও সম্মান দিতে ভোলেননি অমিতাভ। ঋষি বলেন, ‘‘সেলিম-জাভেদ, মনমোহন দেশাই, প্রকাশ মেহরা, যশ চোপড়া এবং রমেশ সিপ্পির মতো ছবির চিত্রনাট্যকার এবং পরিচালকদের সব সময় সম্মান করতেন অমিতাভ।’’

০৮ ১৪
Rishi Kapoor and Amitabh Bachchan

অমিতাভ তাঁর সহ-অভিনেতাদের কৃতিত্ব দিতেন না বলে তাঁর সঙ্গে কাজ করাই বন্ধ করে দিয়েছিলেন ঋষি। এমনটাই নিজের বইয়ে লেখেন অভিনেতা।

০৯ ১৪
Amitabh Bachchan

ঋষি আরও জানান, অমিতাভও নাকি ঋষির উপর ক্ষুব্ধ ছিলেন। তবে তার জন্য দায়ী ছিলেন ঋষি নিজেই।

১০ ১৪
ঋষি জানান, ‘ববি’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ঋষি। সে বছর মনোনয়নের তালিকায় ছিল অমিতাভের ‘জঞ্জীর’ ছবিটি।

ঋষি জানান, ‘ববি’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ঋষি। সে বছর মনোনয়নের তালিকায় ছিল অমিতাভের ‘জঞ্জীর’ ছবিটি।

১১ ১৪
Rishi Kapoor

অমিতাভ ভেবেছিলেন সে বছর সেরা অভিনেতার পুরস্কার তিনিই পাবেন। কিন্তু অমিতাভের পরিবর্তে সেই পুরস্কার ওঠে ঋষির হাতে। ঋষির দাবি, এই ঘটনা মেনে নিতে পারেননি অমিতাভ।

১২ ১৪
Rishi Kapoor

যদিও পুরস্কারটি নিজের যোগ্যতায় অর্জন করেননি ঋষি। আত্মজীবনীতে অভিনেতা দাবি করেন, পুরস্কার জোগাড় করার নেপথ্যে ছিল তাঁর কারসাজি।

১৩ ১৪
Rishi Kapoor

ঋষি জানান, তাঁকে এক জন বলেছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকি অর্থের বিনিময়ে পুরস্কার কিনতে পাওয়া যায়। সত্যতা যাচাই করার জন্য টাকাও দিয়ে ফেলেন ঋষি।

১৪ ১৪
Rishi Kapoor

ঋষির দাবি, পুরস্কারের জন্য অভিনেতার কাছে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। ঋষি সে টাকা দিয়েও দেন। ফলস্বরূপ সে বছর সেরা অভিনেতার পুরস্কারও জুটে যায় ঋষির ভাগ্যে।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE