কখনও আলাপ হয়েছিল পেশার খাতিরে, কখনও আবার নিছক বন্ধুত্বই গড়ে উঠেছিল। বার বার দুই দেশের মধ্যে যুদ্ধ-সংঘর্ষ চললেও প্রেম কিন্তু সীমান্ত মানেনি। একাধিক বার ভারতীয় নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। কোনও সম্পর্ক দাঁড়ি টেনেছে। আবার কেউ কেউ সুখেশান্তিতে সংসারও করেছেন। তালিকায় রয়েছেন বাঙালি কন্যা থেকে শুরু করে হরিয়ানার ইঞ্জিনিয়ার।