Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
Celebrity Relationships

ভারতীয় মহিলাদের প্রেমে মজেছিলেন বহু পাকিস্তানি ক্রিকেটার! তালিকায় বাঙালি কন্যা থেকে ইঞ্জিনিয়ার

বার বার দুই দেশের মধ্যে যুদ্ধ-সংঘর্ষ চললেও প্রেম কিন্তু সীমান্ত মানেনি। একাধিক বার ভারতীয় নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৪:০২
Share: Save:
০১ ২৮
কখনও আলাপ হয়েছিল পেশার খাতিরে, কখনও আবার নিছক বন্ধুত্বই গড়ে উঠেছিল। বার বার দুই দেশের মধ্যে যুদ্ধ-সংঘর্ষ চললেও প্রেম কিন্তু সীমান্ত মানেনি। একাধিক বার ভারতীয় নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। কোনও সম্পর্ক দাঁড়ি টেনেছে। আবার কেউ কেউ সুখেশান্তিতে সংসারও করেছেন। তালিকায় রয়েছেন বাঙালি কন্যা থেকে শুরু করে হরিয়ানার ইঞ্জিনিয়ার।

কখনও আলাপ হয়েছিল পেশার খাতিরে, কখনও আবার নিছক বন্ধুত্বই গড়ে উঠেছিল। বার বার দুই দেশের মধ্যে যুদ্ধ-সংঘর্ষ চললেও প্রেম কিন্তু সীমান্ত মানেনি। একাধিক বার ভারতীয় নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। কোনও সম্পর্ক দাঁড়ি টেনেছে। আবার কেউ কেউ সুখেশান্তিতে সংসারও করেছেন। তালিকায় রয়েছেন বাঙালি কন্যা থেকে শুরু করে হরিয়ানার ইঞ্জিনিয়ার।

০২ ২৮
Imran Khan and Rekha

কানাঘুষো শোনা যায়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলি অভিনেত্রী রেখা। এমনকি এক সংবাদপত্রে তাঁদের বিয়ে নিয়েও চর্চা শুরু হয়েছিল।

০৩ ২৮
Imran Khan

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ১৯৮৫ সালের এপ্রিল মাসে প্রায় এক মাসের জন্য মুম্বই গিয়েছিলেন ইমরান। সেখানে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল রেখার। তার পর মাঝেমধ্যেই নাকি কখনও সমুদ্রসৈকতের ধারে, কখনও আবার কোনও নাইটক্লাবে দু’জনকে একসঙ্গে দেখা যেত।

০৪ ২৮
Rekha

বলিপাড়ার জনশ্রুতি, রেখার বাড়িতেও নাকি ইমরানকে যেতে দেখা গিয়েছিল। রেখা এবং ইমরান যে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তা নিয়ে বলিপাড়ার অন্দরমহলে ফিসফাস শুরু হয়েছিল সেই সময়। এমনকি, ইমরানের সঙ্গে রেখা সাত পাকে বাঁধা পড়তে পারেন, সেই জল্পনাও ছড়িয়ে পড়েছিল। পরে অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে দুই তারকার সম্পর্ক নিয়ে জলঘোলা থেমে গিয়েছিল।

০৫ ২৮
Shabana Azmi

শুধুমাত্র রেখা নন, বলিপাড়ার আরও দুই অভিনেত্রীর সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ইমরান। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, অভিনেত্রী শাবানা আজ়মির সঙ্গেও নাম জড়িয়েছিল ইমরানের। যদিও এই প্রসঙ্গে দু’জনের কেউই কোনও মন্তব্য করেননি।

০৬ ২৮
Imran Khan

১৯৭৯ সালের নভেম্বর মাসে খেলার সূত্রেই বেঙ্গালুরু গিয়েছিলেন ইমরান। সেই সময় বেঙ্গালুরুর ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিং রুমে ইমরানের ২৭তম জন্মদিন পালন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অন্য সদস্যেরাও।

০৭ ২৮
Zeenat Aman

কানাঘুষো শোনা যায়, ইমরানের ২৭তম জন্মদিনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বলি অভিনেত্রী জ়ীনত আমন। জ়ীনতের সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ইমরান। কিন্তু এই বিষয়েও প্রকাশ্যে কেউই কিছু জানাননি।

০৮ ২৮
Wasim Akram

১৯৯৫ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। কিন্তু ২০০৯ সালে তাঁর স্ত্রী মারা যান। চার বছর পর শানিয়েরা আক্রম নামে অস্ট্রেলিয়ার এক সমাজকর্মীকে বিয়ে করেন ওয়াসিম। তবে বিবাহবিচ্ছেদের আগে এক বাঙালি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল ওয়াসিমের।

০৯ ২৮
Wasim Akram and Sushmita Sen

২০০৮ সালে একটি রিয়্যালিটি শোয়ের সেটে ওয়াসিমের সঙ্গে দেখা হয়েছিল বলি অভিনেত্রী তথা ব্রহ্মাণ্ডসুন্দরী বাঙালি কন্যা সুস্মিতা সেনের। সুস্মিতা এবং ওয়াসিম দু’জনেই ওই শোয়ের বিচারকের আসনে ছিলেন। সেই সময়েই নাকি দু’জনের বন্ধুত্ব হয়েছিল।

১০ ২৮
Sushmita Sen

কানাঘুষো শোনা যায়, স্ত্রীর মৃত্যুর পর সুস্মিতার সঙ্গে ওয়াসিমের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠেছিল। শুটিংয়ের পর দু’জনকে একসঙ্গে নানা জায়গায় দেখা যেত। বলিপাড়ার একাংশের দাবি, দুই তারকা নাকি সম্পর্কে ছিলেন। এমনকি একত্রবাসও করেছিলেন তাঁরা।

১১ ২৮
Wasim Akram and Sushmita Sen

বলিউডে গুঞ্জন শোনা যেতে শুরু করেছিল যে, সুস্মিতা এবং ওয়াসিম বিয়ে করছেন। পরে অবশ্য সুস্মিতার প্রসঙ্গে ওয়াসিমকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘‘এই রটনাগুলো অস্বীকার করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি চাই এই আলোচনায় বরাবরের মতো ইতি টানা হোক।’’

১২ ২৮
Sushmita Sen

পাকিস্তানি ক্রিকেটার-বন্ধু ওয়াসিম সম্পর্কে সুস্মিতা সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘ওয়াসিম আমার খুব ভাল বন্ধু। আমার জীবনে কোনও ভাল বন্ধু থাকা মানেই যে তাঁর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হবে এমন কোনও অর্থ নেই। যদি আমার কাউকে পছন্দ হয় তা হলে নিজে থেকেই সে কথা সকলকে জানাব।’’

১৩ ২৮
Hasan Ali and Samiya Arzoo

পাকিস্তানি জোরে বোলার হাসান আলিও প্রেমে পড়েছিলেন এক ভারতীয় নারীর। হরিয়ানার বাসিন্দা ছিলেন সামিয়া আর্জ়ু। পেশায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন সামিয়া। ভারত এবং পাকিস্তানের এই দুই নাগরিক একে অপরের প্রেমে মজেছিলেন।

১৪ ২৮
Hasan Ali and Samiya Arzoo

কানাঘুষো শোনা যায়, দুবাইয়ে প্রথম আলাপ হয়েছিল হাসান এবং সামিয়ার। হাসানের এক বন্ধু সামিয়ার সঙ্গে ক্রিকেটারের পরিচয় করিয়ে দিয়েছিলেন। হাসানের সেই বন্ধু আবার ঘনিষ্ঠ ছিলেন সামিয়ারও। ক্ষণিকের সেই পরিচয় শুধুমাত্র বন্ধুত্বেই থেমে থাকেনি।

১৫ ২৮
Hasan Ali and Samiya Arzoo with their daughter

২০১৯ সালে সামিয়াকে বিয়ে করেন হাসান। বিয়ের দু’বছর পর ২০২১ সালে কন্যাসন্তানের জন্ম দেন সামিয়া। স্ত্রী এবং সন্তান নিয়ে ভরপুর সংসার করছেন হাসান।

১৬ ২৮
Reena Roy and Shatrughan Sinha

সত্তর থেকে আশির দশকে হিন্দি চলচ্চিত্রজগতে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীদের দলে নাম লিখিয়েছিলেন রীনা রায়। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় যে, বলি অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হাকে পছন্দ করতেন রীনা। কিন্তু ১৯৮০ সালে বিয়ে করে ফেলেছিলেন শত্রুঘ্ন।

১৭ ২৮
Reena Roy and Mohsin Khan

বলিউডের জনশ্রুতি, লন্ডনে বলি অভিনেতা অমিতাভ বচ্চনের একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন রীনা। সেই অনুষ্ঠানে রীনার সঙ্গে আলাপ হয়েছিল পাকিস্তানের ক্রিকেটার মোহসিন খানের। প্রথম আলাপের পরেই তাঁদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। লন্ডনের রাস্তায় একাধিক বার নাকি তাঁদের ডেট করতে দেখা গিয়েছিল।

১৮ ২৮
Reena Roy and Mohsin Khan

বহু বছর মোহসিনের সঙ্গে সম্পর্কে থাকার পর ১৯৮৩ সালে তাঁকে বিয়ে করেছিলেন রীনা। বিয়ের পর অভিনয় ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলেন তাঁরা। ছ’বছর লন্ডনে সংসার করার পর আবার মুম্বই ফিরে গিয়েছিলেন মোহসিন এবং রীনা। বিয়ের পর কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন রীনা।

১৯ ২৮
Reena Roy and Mohsin Khan

ছ’বছর গৃহবধূ থাকার পর আবার অভিনয়ে ফিরতে চেয়েছিলেন রীনা। এমনকি, মোহসিনকেও তিন-চারটি হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন তিনি। কিন্তু এই আলোর দুনিয়া থেকে মুক্তি চেয়েছিলেন মোহসিন।

২০ ২৮
Reena Roy

কানাঘুষো শোনা যেতে থাকে যে, লন্ডনে গিয়ে পাকাপাকি ভাবে বসবাস করতে চেয়েছিলেন মোহসিন। কিন্তু রীনার তাতে মত ছিল না। বলিপাড়ার একাংশের দাবি, মোহসিনের বিলাসবহুল জীবনের সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারছিলেন না রীনা। তাই ১৯৯০ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

২১ ২৮
Reena Roy and Mohsin Khan

কন্যা জন্নতের দায়িত্ব কে নেবেন তা নিয়ে মামলা-মোকদ্দমা চলতে থাকে মোহসিন এবং রীনার। আইনি মতে প্রথমে কন্যার দায়িত্ব পেয়েছিলেন মোহসিন। বিবাহবিচ্ছেদের পর পাকিস্তানের এক মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। তার পর আইনি মতে কন্যার দায়িত্ব পেয়েছিলেন রীনা।

২২ ২৮
Shoaib Akhtar and Sonali Bendre

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে নাম জড়িয়েছিল বলি অভিনেত্রী সোনালি বেন্দ্রের। ২০১৯ সালে শোয়েব জানিয়েছিলেন, সোনালির ছবি নাকি নিজের মানিব্যাগে ভরে রাখতেন তিনি। সোনালিকে নাকি বিয়েও করতে চেয়েছিলেন তিনি।

২৩ ২৮
Shoaib Akhtar

এক সাক্ষাৎকারে শোয়েব জানিয়েছিলেন, সোনালি যদি তাঁর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তবে তাঁকে অপহরণ করবেন। শোয়েবের এই মন্তব্যের পর সর্বত্র আলোচনার ঝড় উঠেছিল।

২৪ ২৮
Sonali Bendre

সোনালির সঙ্গে শোয়েবের সম্পর্ক নিয়ে কানাঘুষো বাড়তে থাকলে শোয়েব জানিয়েছিলেন, সোনালি যে ভাবে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছেন, তা দেখে অভিনেত্রীর একনিষ্ঠ অনুরাগী হয়ে উঠেছিলেন তিনি। ব্যক্তিগত স্তরে সোনালির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছিলেন শোয়েব।

২৫ ২৮
Shoaib Malik and Sania Mirza

২০১০ সালের ১২ এপ্রিল হায়দরাবাদে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জ়াকে বিয়ে করেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক। বিয়ের এক সপ্তাহ আগেই পাকিস্তান থেকে বরযাত্রী চলে এসেছিল ভারতে। আর সেই সময়েই আয়েশা সিদ্দিকির নাম শোনা গিয়েছিল।

২৬ ২৮
ভারতের নাগরিক ছিলেন আয়েশা। তিনি দাবি করেছিলেন যে, শোয়েব নাকি তাঁর স্বামী। ভারতে খেলতে এসে আয়েশার বাড়িতে নিমন্ত্রণ ছিল শোয়েব-সহ পাকিস্তান দলের ক্রিকেটারদের। সেখানেই নাকি বিয়ে হয়েছিল শোয়েব এবং আয়েশার। সানিয়ার সঙ্গে বিয়ের আগে সেই ঘটনা চাঞ্চল্য তৈরি করেছিল।

ভারতের নাগরিক ছিলেন আয়েশা। তিনি দাবি করেছিলেন যে, শোয়েব নাকি তাঁর স্বামী। ভারতে খেলতে এসে আয়েশার বাড়িতে নিমন্ত্রণ ছিল শোয়েব-সহ পাকিস্তান দলের ক্রিকেটারদের। সেখানেই নাকি বিয়ে হয়েছিল শোয়েব এবং আয়েশার। সানিয়ার সঙ্গে বিয়ের আগে সেই ঘটনা চাঞ্চল্য তৈরি করেছিল।

২৭ ২৮
Shoaib Malik and Sania Mirza

আয়েশার সঙ্গে বিয়ের কথা অস্বীকার করেননি শোয়েব। কিন্তু তিনি জানিয়েছিলেন, ফোনে আয়েশার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁর। সে কথা মানতে চাননি আয়েশা। জল গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত সানিয়াকে বিয়ের আগে আয়েশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল শোয়েবের।

২৮ ২৮
Shoaib Malik and Sania Mirza

২০২২ সালের নভেম্বরে পাক সংবাদমাধ্যমের খবরে সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। সেই সময়ই জানা গিয়েছিল যে, সানিয়া এবং শোয়েব একসঙ্গে থাকছেন না। ২০২৩ সালে বিচ্ছেদ হয়েছিল তাঁদের। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালে পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy