কখনও ক্ষেপণাস্ত্র-লড়াকু জেট-কামান-বন্দুকের গর্জন। কখনও আবার শুল্ক-সংঘাতে অর্থনীতির ফালা ফালা হয়ে যাওয়া। কিংবা সমুদ্রসৈকতে উৎসব চলাকালীন নিরীহ ইহুদিদের উপর এলোপাথাড়ি গুলি! স্বজন হারানোর কান্না, হিংসা আর হানাহানিকে সঙ্গী করেই বিদায় নিচ্ছে আরও একটা বছর। ফেলে দেওয়া ক্যালেন্ডারের লাল দাগের তারিখ হয়ে থাকবে কোন কোন দিন, ইতিহাসের মোড় ঘোরানো কী কী ঘটনার সাক্ষী থাকল ২০২৫, বর্ষশেষে ঘাড় ঘুরিয়ে ফিরে দেখল আনন্দবাজার ডট কম।
ঝকঝকে সকালের মতো বিদায়ী বছরের শুরুটা ছিল চমৎকার। ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন রিপাবলিকান পার্টির বর্ষীয়ান নেতা ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বারের জন্য কুর্সি পান তিনি। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে একেবারে সামনের সারিতে ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ক্ষমতা হাতে পাওয়ার দু’দিনের মধ্যেই মোট ২২০টা একজ়িকিউটিভ অর্ডারে সই করেন ‘পোটাস’ (প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস), যা ছিল নজির।