এ যেন বুড়ো হাড়ে ভেল্কি! ৬৫ বছর বয়সে যুদ্ধের ময়দানে নেমে দুর্দান্ত পারফরম্যান্স! নিখুঁত নিশানায় একের পর এক ড্রোনকে মাঝ-আকাশে ধ্বংস করল সোভিয়েত জমানার জোড়া হাতিয়ার। রুশ অস্ত্রের এ হেন কার্যকারিতায় মুগ্ধ সাবেক ফৌজি অফিসারেরা। শুধু তা-ই নয়, আগামী দিনে প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে প্রথম পছন্দের তালিকায় যে ফের মস্কোই থাকবে, তাতে কোনও সন্দেহ নেই তাঁদের।
জ়ু-২৩এমএম অ্যান্টি এয়ারক্রাফ্ট বন্দুক এবং জ়েডএসইউ-২৩-৪ শিল্কা। ভারতীয় ফৌজের অস্ত্রাগারে থাকা এই দুই হাতিয়ার যথেষ্টই প্রাচীন। ২১ শতকে নানা ধরনের অত্যাধুনিক ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ (এয়ার ডিফেন্স সিস্টেম) হাতে পাওয়ার পরেও সেগুলিকে এখনও বাতিল করেনি সেনা। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর বাহিনীর এই সিদ্ধান্তকেই ‘মাস্টারস্ট্রোক’ বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা।