আর ‘অনাদরে’ ফেলে রাখা নয়। ডিজিটাল দুনিয়ায় নিজের জায়গা পাকা করতে এ বার বিশাল এক তথ্যভান্ডার গড়তে চলেছে ভারত। সরকারের এ হেন সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন তথ্যপ্রযুক্তি পেশাদারেরা। তাঁদের কথায়, আগামী দিনে তথ্যের নিরিখে ‘খেলা ঘোরানো’র ভূমিকা নেবে ওই ডেটা সেন্টার। পাশাপাশি, তথ্য সুরক্ষার বিষয়টিও অনেকটা মজবুত করতে পারবে প্রশাসন।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ দেশে বিরাট তথ্যভান্ডার তৈরি করতে ৬০০ কোটি ডলার লগ্নি করছে মার্কিন টেক জায়ান্ট সংস্থা গুগ্ল। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে তৈরি হবে ওই ডেটা সেন্টার। এক গিগাওয়াট পর্যন্ত তথ্যধারণের ক্ষমতাসম্পন্ন ওই তথ্যভান্ডারের বিদ্যুৎ পরিকাঠামো তৈরি করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারতে এই ধরনের বিনিয়োগ প্রথম বার করছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট।