আর্থিক বিপর্যয় খুঁজে বার করা যে সংস্থার কাজ, সেই সংস্থার নামকরণের সঙ্গেও এক বিপর্যয়ের ঘটনা জড়িয়ে রয়েছে। ১৯৩৭ সালের ৬ মে আমেরিকার নিউ জার্সিতে ম্যাঞ্চেস্টার টাউনশিপে অবতরণের সময় আগুন লেগে গিয়েছিল জার্মানির যাত্রিবাহী বিমান ‘এলজেড১২৯ হিন্ডেনবার্গ’ বিমান। এই দুর্ঘটনা ‘হিন্ডেনবার্গ বিপর্যয়’ নামে পরিচিত। ওই বিপর্যয়ের ঘটনার নামেই নামাঙ্কিত ‘হিন্ডেনবার্গ রিসার্চ’।
বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে নিকোলার প্রতিষ্ঠাতা ট্রেভর মিল্টনকে দোষী সাব্যস্ত করেছিল আমেরিকার একটি আদালত। হিন্ডেনবার্গ জানিয়েছিল, নিকোলার প্রাক্তন কর্মীদের কাছ থেকে এই প্রতারণার ব্যাপারে তথ্য পেয়েছিল তারা। আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রেও একই দাবি করেছে হিন্ডেনবার্গ।