Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Aishwarya Rai Bacchan

Bollywood celebrities: রাইসুন্দরী থেকে ‘দেশি গার্ল’, জীবনের প্রথম মডেলিং থেকে কত আয় করেছিলেন এই নায়িকারা

বলিউডে আজ যে নায়িকাদের উপার্জন কোটির গুণিতকে, মডেলিং জীবন থেকে তাঁদের প্রথম উপার্জন ছিল দেড় থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ১০:৫৫
Share: Save:
০১ ১৬
ঐশ্বর্যা রাই বচ্চন থেকে প্রিয়ঙ্কা চোপড়া জোনাস— পারিশ্রমিকের নিরিখে যে অভিনেত্রীরা শীর্ষে রয়েছেন, তাঁরা বলিউডে নয়, বরং নিজেদের কর্মজীবন শুরু করেছিলেন মডেলিং-এর মাধ্যমে।

ঐশ্বর্যা রাই বচ্চন থেকে প্রিয়ঙ্কা চোপড়া জোনাস— পারিশ্রমিকের নিরিখে যে অভিনেত্রীরা শীর্ষে রয়েছেন, তাঁরা বলিউডে নয়, বরং নিজেদের কর্মজীবন শুরু করেছিলেন মডেলিং-এর মাধ্যমে।

০২ ১৬
এখন তাঁরা কোটির গুণিতকে আয় করলেও এক সময় পারিশ্রমিক হিসাবে দেড় থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়েছিলেন।

এখন তাঁরা কোটির গুণিতকে আয় করলেও এক সময় পারিশ্রমিক হিসাবে দেড় থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়েছিলেন।

০৩ ১৬
অমিতাভ বচ্চনের পুত্রবধূ বর্তমানে ৭৭৬ কোটি টাকা সম্পত্তির মালিক। ১৯৯৪ সালে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার আগে তিনি মডেলিং জগতে পা রেখেছিলেন।

অমিতাভ বচ্চনের পুত্রবধূ বর্তমানে ৭৭৬ কোটি টাকা সম্পত্তির মালিক। ১৯৯৪ সালে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার আগে তিনি মডেলিং জগতে পা রেখেছিলেন।

০৪ ১৬
এর তিন বছর আগে একটি মডেলিং প্রতিযোগিতাতেও বিজয়ী হন রাইসুন্দরী। এর পর একটি নামকরা ফ্যাশন পত্রিকার আমেরিকার সংস্করণে ঐশ্বর্যার ছবি প্রকাশিত হয়েছিল। সোনালি বেন্দ্রে, তেজস্বিনী কোলহাপুরে-সহ বহু অভিনেত্রীর সঙ্গে ফোটোশ্যুটও করেছিলেন ঐশ্বর্যা।

এর তিন বছর আগে একটি মডেলিং প্রতিযোগিতাতেও বিজয়ী হন রাইসুন্দরী। এর পর একটি নামকরা ফ্যাশন পত্রিকার আমেরিকার সংস্করণে ঐশ্বর্যার ছবি প্রকাশিত হয়েছিল। সোনালি বেন্দ্রে, তেজস্বিনী কোলহাপুরে-সহ বহু অভিনেত্রীর সঙ্গে ফোটোশ্যুটও করেছিলেন ঐশ্বর্যা।

০৫ ১৬
মডেল হিসাবে প্রচুর কাজও করেছেন তিনি। তবে, এই পেশা থেকে তাঁর প্রথম উপার্জন খুব বেশি ছিল না। জীবনে প্রথম মডেলিং করে মাত্র দেড় হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন ঐশ্বর্যা।

মডেল হিসাবে প্রচুর কাজও করেছেন তিনি। তবে, এই পেশা থেকে তাঁর প্রথম উপার্জন খুব বেশি ছিল না। জীবনে প্রথম মডেলিং করে মাত্র দেড় হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন ঐশ্বর্যা।

০৬ ১৬
বলিউডের ‘পদ্মাবতী’ বড়পর্দায় পা রেখেছিলেন কন্নড় ছবি ‘ঐশ্বর্যা’র মাধ্যমে। তবে, ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার পর তিনি প্রচারে আসেন। এখন দীপিকা পাড়ুকোন টিনসেল নগরীর সফল অভিনেত্রীদের মধ্যে এক জন।

বলিউডের ‘পদ্মাবতী’ বড়পর্দায় পা রেখেছিলেন কন্নড় ছবি ‘ঐশ্বর্যা’র মাধ্যমে। তবে, ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার পর তিনি প্রচারে আসেন। এখন দীপিকা পাড়ুকোন টিনসেল নগরীর সফল অভিনেত্রীদের মধ্যে এক জন।

০৭ ১৬
স্কুলজীবনে বেসবল ও ব্যাডমিন্টন খেলায় পারদর্শী ছিলেন তিনি। বাবার পথ অনুসরণ করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু আট বছর বয়স থেকে বিভিন্ন বিজ্ঞাপনের জন্যে শ্যুট করেছিলেন দীপিকা। পরে খেলার জগতের প্রতি আগ্রহ সরে গিয়ে তাঁর পুরো নজর গিয়ে পড়ে মডেলিং জগতে।

স্কুলজীবনে বেসবল ও ব্যাডমিন্টন খেলায় পারদর্শী ছিলেন তিনি। বাবার পথ অনুসরণ করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু আট বছর বয়স থেকে বিভিন্ন বিজ্ঞাপনের জন্যে শ্যুট করেছিলেন দীপিকা। পরে খেলার জগতের প্রতি আগ্রহ সরে গিয়ে তাঁর পুরো নজর গিয়ে পড়ে মডেলিং জগতে।

০৮ ১৬
মুম্বইয়ে অভিনয় করার উদ্দেশ্যে এলেও তিনি শুরু করেন মডেলিং দিয়ে। মডেল হিসাবে তাঁর কর্মজীবনে প্রথম উপার্জন ছিল দু’হাজার টাকা। সেই অভিনেত্রীই বর্তমানে ৩১৪ কোটি টাকা সম্পত্তির মালিক।এমনকি, দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কান চলচ্চিত্র উৎসবে জুরি হিসাবে নির্বাচিত হন।

মুম্বইয়ে অভিনয় করার উদ্দেশ্যে এলেও তিনি শুরু করেন মডেলিং দিয়ে। মডেল হিসাবে তাঁর কর্মজীবনে প্রথম উপার্জন ছিল দু’হাজার টাকা। সেই অভিনেত্রীই বর্তমানে ৩১৪ কোটি টাকা সম্পত্তির মালিক।এমনকি, দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কান চলচ্চিত্র উৎসবে জুরি হিসাবে নির্বাচিত হন।

০৯ ১৬
অনুষ্কা শর্মা ও শাহরুখ খান অভিনীত ‘রব নে বনা দি জোড়ি’ ছবিটি বক্স অফিস থেকে প্রচুর উপার্জন করে। তবে, অভিনয় জগতে আসার কোনও ইচ্ছাই ছিল না অনুষ্কার।

অনুষ্কা শর্মা ও শাহরুখ খান অভিনীত ‘রব নে বনা দি জোড়ি’ ছবিটি বক্স অফিস থেকে প্রচুর উপার্জন করে। তবে, অভিনয় জগতে আসার কোনও ইচ্ছাই ছিল না অনুষ্কার।

১০ ১৬
স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে তিনি মুম্বইয়ে আসেন মডেলিং জগতে নিজের কেরিয়ার তৈরি করার জন্য। বহু নামী বিজ্ঞাপন সংস্থার জন্যেও ফোটোশ্যুট করেছেন অনুষ্কা।

স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে তিনি মুম্বইয়ে আসেন মডেলিং জগতে নিজের কেরিয়ার তৈরি করার জন্য। বহু নামী বিজ্ঞাপন সংস্থার জন্যেও ফোটোশ্যুট করেছেন অনুষ্কা।

১১ ১৬
বর্তমানে ২৫৫ কোটি টাকার মালিক অনুষ্কা মডেল হিসাবেও যথেষ্ট সফল ছিলেন। তবে এই পেশা থেকে তাঁর প্রথম উপার্জন খুব বেশি ছিল না। মডেলিং জগতে প্রথম কাজ করে অনুষ্কা চার হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

বর্তমানে ২৫৫ কোটি টাকার মালিক অনুষ্কা মডেল হিসাবেও যথেষ্ট সফল ছিলেন। তবে এই পেশা থেকে তাঁর প্রথম উপার্জন খুব বেশি ছিল না। মডেলিং জগতে প্রথম কাজ করে অনুষ্কা চার হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

১২ ১৬
২০০২ সালে তামিল ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করে এখন হলিউডও কাঁপাচ্ছেন ‘দেশি গার্ল’। দু’দশক ধরে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

২০০২ সালে তামিল ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করে এখন হলিউডও কাঁপাচ্ছেন ‘দেশি গার্ল’। দু’দশক ধরে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

১৩ ১৬
তবে বলিপাড়ায় আসার আগে মডেলিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনেত্রী হিসাবে সফল হওয়ার পর এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানান, তিনি মডেলিং-এর পেশায় থাকাকালীন প্রথম সে কাজের পারিশ্রমিক হিসাবে পাঁচ হাজার টাকা পেয়েছিলেন।

তবে বলিপাড়ায় আসার আগে মডেলিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনেত্রী হিসাবে সফল হওয়ার পর এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানান, তিনি মডেলিং-এর পেশায় থাকাকালীন প্রথম সে কাজের পারিশ্রমিক হিসাবে পাঁচ হাজার টাকা পেয়েছিলেন।

১৪ ১৬
প্রিয়ঙ্কার জীবনের প্রথম উপার্জন ছিল এটিই। তবে, এই পাঁচ হাজার টাকা কী ভাবে খরচ করবেন, বুঝে উঠতে পারছিলেন না অভিনেত্রী। প্রিয়ঙ্কা জানিয়েছেন, এর পরিমাণ সামান্য হলেও তাঁর কাছে এর মূল্য অনেক। আজও তিনি সেই টাকা খরচ করেননি। বর্তমানে ২৭০ কোটি টাকা মূল্যের সম্পত্তির মালিক প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কার জীবনের প্রথম উপার্জন ছিল এটিই। তবে, এই পাঁচ হাজার টাকা কী ভাবে খরচ করবেন, বুঝে উঠতে পারছিলেন না অভিনেত্রী। প্রিয়ঙ্কা জানিয়েছেন, এর পরিমাণ সামান্য হলেও তাঁর কাছে এর মূল্য অনেক। আজও তিনি সেই টাকা খরচ করেননি। বর্তমানে ২৭০ কোটি টাকা মূল্যের সম্পত্তির মালিক প্রিয়ঙ্কা।

১৫ ১৬
বঙ্গকন্যা বিপাশা বসু শুধু হিন্দি ছবিতেই নয়, তামিল, তেলুগু ও বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০০১ সালে ‘অজনবি’ সিনেমায় প্রথম অভিনয় করেই তিনি বলিউড ইন্ডাস্ট্রির সকলের নজর কেড়েছিলেন।

বঙ্গকন্যা বিপাশা বসু শুধু হিন্দি ছবিতেই নয়, তামিল, তেলুগু ও বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০০১ সালে ‘অজনবি’ সিনেমায় প্রথম অভিনয় করেই তিনি বলিউড ইন্ডাস্ট্রির সকলের নজর কেড়েছিলেন।

১৬ ১৬
তবে, বিপাশা অনেক ছোটবেলা থেকেই মডেলিং-এর সঙ্গে যুক্ত ছিলেন। এই পেশায় যশ, খ্যাতিও অর্জন করেছিলেন তিনি। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, মডেলিং জীবনের শুরুতে অনুষ্ঠান প্রতি তিনি এক হাজার থেকে দেড় হাজার টাকা পারিশ্রমিক পেতেন। বর্তমানে ১১৩ কোটি টাকা মূল্যের সম্পত্তির মালিক বিপাশা।

তবে, বিপাশা অনেক ছোটবেলা থেকেই মডেলিং-এর সঙ্গে যুক্ত ছিলেন। এই পেশায় যশ, খ্যাতিও অর্জন করেছিলেন তিনি। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, মডেলিং জীবনের শুরুতে অনুষ্ঠান প্রতি তিনি এক হাজার থেকে দেড় হাজার টাকা পারিশ্রমিক পেতেন। বর্তমানে ১১৩ কোটি টাকা মূল্যের সম্পত্তির মালিক বিপাশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE