ইউপিএসসি পরীক্ষায় সফল হলেই প্রার্থীরা ভারতীয় প্রশাসনিক পরিষেবা, পুলিশের পরিষেবা বা বৈদেশিক পরিষেবা পদের দাবিদার হন। এই পদের শ্রেণিবিভাগ করা হয়ে থাকে তাঁদের পরীক্ষার ফলাফল অনুসারে। সরকারি কর্মচারীরা জনপ্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, তাই তাঁদের বেতনকাঠামোও পদের পরিপূরক হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।
সপ্তম বেতন কমিশনের নিয়ম বলছে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রশিক্ষণ সমাপ্ত হলে দশম ধাপের পদমর্যাদায় যোগদান করতে হয় সদ্য উত্তীর্ণ আধিকারিককে। এর মাধ্যমে আমলাতন্ত্রে প্রবেশ করেন তাঁরা। পদমর্যাদার হিসাবে মহকুমা শাসক বা সহকারী কালেক্টর হিসাবে প্রথম পোস্টিং পান এক জন সদ্য পাশ করা আধিকারিক। এই পদটি জুনিয়র টাইম স্কেল অফিসার নামেও পরিচিত। প্রাথমিক স্তরের পদ এটি।
এর পরের পদটি হল সিনিয়র টাইম স্কেল অফিসার। একাদশতম ধাপ। সাধারণত চাকরির ৪ বছর পূর্ণ হওয়ার পর পদোন্নতি ঘটে। পদের নাম ডেপুটি কালেক্টর বা উপসচিব। পরবর্তী ধাপে পদোন্নতি ঘটার পর হওয়া যায় জেলাশাসক। প্রথমেই অবশ্য বড় জেলার দায়িত্ব দেওয়া হয় না। ছোট জেলার দায়িত্ব দেওয়ার কয়েক বছর পর তাঁদের উপর বড় জেলার দায়িত্বভার ন্যস্ত হয়।
প্রায় ১৩ বছরের চাকরিজীবন পার করার পর ১৩তম ধাপে পৌঁছোতে পারেন এক জন আইএএস আধিকারিক। বিশেষ সচিবের পদপ্রাপ্তি ঘটে তাঁর। আমলাতন্ত্রে অভিজ্ঞতালাভের পর ধীরে ধীরে নীতি প্রণয়ন বা নীতি নির্ধারণের মতো গুরুদায়িত্ব এসে পড়ে এই পর্যায়ের আধিকারিকদের উপর। তার পরের ধাপে আসেন সচিব বা কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা।
এ বার আসা যাক বেতনকাঠামোয়। কর্মরত থাকার সময়, পদোন্নতি ও পদমর্যাদার সঙ্গে সঙ্গে বেতন বাড়ে আইএএস আধিকারিকদের। প্রাথমিক ধাপে যাঁরা আধিকারিক হিসাবে যোগদান করেন, অর্থাৎ দশম ধাপের বেতন ৫৬ হাজার ১০০ টাকা। তার পরের ধাপে সহকারী জেলাশাসকদের পদমর্যাদার বেতন ৬৭ হাজার ৭০০ টাকা। এক জন জেলাশাসক পদমর্যাদার আইএএস আধিকারিকের বেতন ৭৮ হাজার ৮০০ টাকা।
এর পর আসে মহার্ঘ ভাতা। মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে বছরে দু’বার মহার্ঘ ভাতা সংশোধন করা হয়। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আইএএস আধিকারিকেরা বেতনের সঙ্গে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। এর সঙ্গে যুক্ত হয় ভ্রমণ ভাতা ও অন্যান্য ভাতা। সব মিলিয়ে প্রাথমিক ধাপে এক জন আধিকারিক লক্ষাধিক টাকার বেতন পেয়ে থাকেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy