পাকিস্তানের জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হত্যার গুজবে উত্তাল সমাজমাধ্যম। এই আবহে হঠাৎ করেই খবরের শিরোনামে চলে এসেছেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। নিজের স্মৃতিকথায় আইসিসি এক দিনের ক্রিকেট বিশ্বকাপজয়ী স্বামীর একাধিক ‘কুকীর্তি’ ফাঁস করেছেন তিনি। তুলেছেন কোকেনে আসক্তি এবং বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগও। ফলে বিপদগ্রস্ত ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ বা পিটিআই চেয়ারম্যানের জীবনে ফেলে আসা দাম্পত্য যে নতুন ক্ষত তৈরি করল, তা বলাই বাহুল্য।
ইমরানের সঙ্গে বিচ্ছেদের তিন বছরের মাথায় প্রকাশিত হয় রেহামের স্মৃতিকথা। সালটা ছিল ২০১৮। ওই বছরই অন্য কয়েকটি দলের সঙ্গে জোট গড়ে পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক তথা পিটিআই চেয়ারম্যান। গোড়াতেই প্রাক্তন স্ত্রীর লেখা বইয়ে প্রকাশিত ‘বিতর্কিত’ তথ্যগুলিকে সামনে এনে তাঁর কড়া সমালোচনা শুরু করেন বিরোধীরা। শুরু হয় ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি। রাজনীতির কঠিন পিচে সে সব সুইং অবশ্য দক্ষতার সঙ্গেই সামলেছিলেন ইমরান।