Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
India Pakistan China on Bagram

‘আগ্রাসী’ ট্রাম্পের কুনজর গ্রহণযোগ্য নয়, বাগরাম নিয়ে কেন পাক-চিনের সুরে সুর মেলাচ্ছে ভারত?

তালিবানশাসিত আফগানিস্তান থেকে বাগরাম বিমানঘাঁটি ফেরত চেয়ে সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘মস্কো ফরম্যাট’-এ এর তীব্র বিরোধিতা করে দুই প্রতিবেশী চিন এবং পাকিস্তানের সঙ্গে একযোগে বিবৃতি দিল ভারত। কিন্তু কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১১:২৬
Share: Save:
০১ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

দুই প্রতিবেশী ‘শত্রু’র সঙ্গে এক টেবিলে বসে আলোচনা। তার পর যৌথ বিবৃতি প্রকাশ। হঠাৎ করেই তালিবানশাসিত আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিকে কেন্দ্র করে চিন ও পাকিস্তানের সুরে সুর মেলাল ভারত। শুধু তা-ই নয়, এককাট্টা হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছে তারা। আন্তর্জাতিক রাজনীতির এ-হেন নজিরবিহীন দৃশ্যে হতবাক বিশ্ব। ফলে ‘কোথাকার জল কোথায় গড়ায়’ সে দিকে কড়া নজর রাখছেন দুনিয়ার দুঁদে কূটনীতিকেরা।

০২ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

চলতি বছরের ৭ অক্টোবর সপ্তম সভা শেষে আফগানিস্তানকে নিয়ে যৌথ বিবৃতি দেয় ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’। সেখানেই পাক-চিনের সঙ্গে একযোগে ‘মার্কিন সাম্রাজ্যবাদ’-এর বিরুদ্ধে সুর চড়ায় নয়াদিল্লি। উল্লেখ্য, রুশ বিদেশ মন্ত্রকের প্রকাশ করা ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পঠানভূমি এবং তার প্রতিবেশী কোনও রাষ্ট্রে বিদেশি শক্তির সামরিক পরিকাঠামো তৈরি এবং সেনাবাহিনী মোতায়েন চেষ্টা অগ্রহণযোগ্য। এটা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার পরিপন্থী।’’

০৩ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

পরে এ ব্যাপারে গণমাধ্যমের কাছে মুখ খোলেন মস্কোয় কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার। তিনি জানিয়েছেন, স্বাধীন, শান্তিপূর্ণ এবং স্থিতিশীল আফগানিস্তানের পাশে রয়েছে নয়াদিল্লি। পঠানভূমির আর্থ সামাজিক উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে ভারতের পূর্ণ সমর্থন পাবেন সেখানকার তালিবান শাসক। এ বছরের ৯-১৬ অক্টোবর প্রথম বার দিল্লি সফর করছেন হিন্দুকুশের কোলের দেশটির ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি এ দেশে আসার আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

০৪ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

২০১৭ সালে আফগানিস্তানকে নিয়ে কূটনৈতিক আলোচনার জন্য রাশিয়ার উদ্যোগে তৈরি হয় ‘মস্কো ফরম্যাট’। নয়াদিল্লি ও কাবুলের পাশাপাশি এর সদস্যপদ রয়েছে চিন, পাকিস্তান, ইরান, কাজ়াখস্তান, কিরগিজ়স্তান, তাজ়িকিস্তান এবং উজ়বেকিস্তানের। এ বারের বৈঠকে অবশ্য ক্রেমলিনের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিল বেলারুশও। অতীতে এই গোষ্ঠীর আলোচনায় কখনওই বেজিং এবং ইসলামাবাদের সঙ্গে ১০০ শতাংশ সহমত পোষণ করতে দেখা যায়নি ভারতকে।

০৫ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

‘মস্কো ফরম্যাট’-এর এ বারের বৈঠকে ছিল আরও একটি চমক। সেখানে আফগান প্রতিনিধিদলের সঙ্গে প্রথম বার একজন পূর্ণ সদস্য হিসাবে যোগ দেন তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মুত্তাকি। ২০২১ সালে দ্বিতীয় বারের জন্য সংশ্লিষ্ট গোষ্ঠীটি পঠানভূমিতে ক্ষমতায় ফিরলেও তাদের উপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে রাষ্ট্রপুঞ্জ এবং পশ্চিমি দুনিয়া। অন্য দিকে কাবুলের তালিবান সরকারকে ইতিমধ্যেই মান্যতা দিয়েছে রাশিয়া এবং চিন।

০৬ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, আফগানিস্তান নিয়ে পাক-চিনের সুরে সুর মিলিয়ে নয়াদিল্লির যৌথ বিবৃতির নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, হিন্দুকুশের কোলের দেশটিতে ভারতের লগ্নির অঙ্ক নেহাত কম নয়। দ্বিতীয়ত, গত কয়েক বছর ধরেই মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেই রাস্তায় কাবুলের ‘বড় খেলোয়াড়’ হিসাবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা প্রবল, বলছেন বিশ্লেষকেরা।

০৭ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

মধ্য এশিয়ার প্রায় প্রতিটা দেশের সঙ্গেই লম্বা সীমান্ত রয়েছে আফগানিস্তানের। পঠানভূমিটি পুরোপুরি স্থলবেষ্টিত হওয়ায় সেখানকার তালিবান সরকারের পক্ষে বহির্বিশ্বের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করা বেশ কঠিন। এ ব্যাপারে অবশ্য কাবুলের পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। বর্তমানে ভারতের নিয়ন্ত্রণে রয়েছে দক্ষিণ ইরানের চাবাহার বন্দর। আফগান প্রশাসনকে সেটি ব্যবহারের জন্য খোলাখুলি ভাবেই আহ্বান জানিয়েছে মোদী প্রশাসন।

০৮ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

তা ছাড়া আফগানিস্তানের মাটিতে ফের এক বার মার্কিন ফৌজের পা পড়লে সেখানে সন্ত্রাসবাদের সূচক যে হু-হু করে ঊর্ধ্বমুখী হবে, তা বলার অপেক্ষা রাখে না। এর আঁচ জম্মু-কাশ্মীর-সহ উত্তর এবং উত্তর-পশ্চিমের একাধিক রাজ্যের গায়ে লাগার প্রবল আশঙ্কা রয়েছে। সেই কথা মাথায় রেখে এখন থেকে নয়াদিল্লি ঘুঁটি সাজাচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।

০৯ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরোধিতা করার ক্ষেত্রে পাকিস্তানের দিক থেকে দু’টি কারণ রয়েছে। প্রথমত, এর জন্য মার্কিন ফৌজকে রাস্তা দিতে হবে ইসলামাবাদকে। আর সেটা করে তালিবানের ‘চিরশত্রু’তে পরিণত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই ভারতের পশ্চিমের প্রতিবেশীর। দ্বিতীয়ত, পঠানভূমিতে মার্কিন ফৌজ গেলে রক্তচাপ বাড়বে চিনের। ফলে বেজিঙের সঙ্গেও সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা থাকছে। সেটা কখনওই চায় না পাক সরকার।

১০ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

অন্য দিকে গত চার বছরে তালিবানশাসিত আফগানিস্তানে বিপুল লগ্নি করেছে বেজিং। সম্প্রতি কাবুলকে ‘চিন পাকিস্তান আর্থিক বারান্দা’ বা সিপিইসির (চায়না পাকিস্তান ইকোনমিক করিডর) আওতাভুক্ত করেছে চিন। পঠানভূমির বিরল খনিজ এবং অন্যান্য ধাতুর উপর প্রবল লোভ ড্রাগনের। তা ছাড়া বাগরামকে কেন্দ্র করে তাদের পরমাণু কর্মসূচির উপরে যুক্তরাষ্ট্রের নজরদারি মেনে নেওয়া মান্দারিনভাষীদের পক্ষে অসম্ভব।

১১ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

গত ১৮ সেপ্টেম্বর ব্রিটেন সফরে গিয়ে হঠাৎ করেই আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন ট্রাম্প। ওই বিমানছাউনি ফেরত পেতে তালিবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার আলোচনা চালাচ্ছে বলে স্পষ্ট করেন তিনি। এর পর নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই নিয়ে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি লেখেন, ‘‘ বাগরাম বিমানঘাঁটি তৈরি করেছে আমেরিকা। ওরা যদি সেটা ফিরিয়ে না দেয়, তা হলে খারাপ কিছু ঘটতে চলেছে।’’

১২ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

ট্রাম্পের এই হুঁশিয়ারি অবশ্য গায়ে মাখেননি আফগানিস্তানের তালিবান নেতৃত্ব। গত ২১ সেপ্টেম্বর বিষয়টিতে মুখ খোলেন কাবুলের প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অফ স্টাফ ফাসিহুদ্দিন ফিতরত। ‘মহাশক্তিধর’ আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে। ফাসিহুদ্দিনের সাফ কথা, ‘‘কিছু লোক রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম বিমানঘাঁটি ফেরত চাইছেন। কিন্তু সেটা সম্ভব নয়। আফগানিস্তানের এক ইঞ্চি জমিও বিদেশি শক্তির হাতে সমর্পণ করা হবে না। এখানে তাঁদের কোনও প্রয়োজন নেই।’’

১৩ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

৯/১১ জঙ্গি হামলার বদলা নিতে ২০০১ সালে আফগানিস্তান আক্রমণ করে আমেরিকা। মার্কিন সেনা অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন এন্ডুরিং ফ্রিডম’। অতি অল্প দিনের মধ্যেই কাবুলের তখ্ত থেকে তালিবানকে সরিয়ে দিতে সক্ষম হয় তারা। পরবর্তী ২০ বছর হিন্দুকুশের কোলের দেশটিকে নিজেদের দখলে রেখেছিল আমেরিকার বাহিনী। সেখানে তাঁদের যাবতীয় সৈনিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে ছিল বাগরাম সেনাঘাঁটি।

১৪ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

গত শতাব্দীর ৫০-এর দশকে যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) মধ্যে ‘ঠান্ডা লড়াই’ শুরু হলে আফগানিস্তানে বাড়তে থাকে কমিউনিস্ট প্রভাব। ওই সময় মস্কোর অর্থানুকূল্যে বাগরাম বিমানঘাঁটিকে সাজিয়ে তোলে তৎকালীন কাবুল সরকার। ১৯৭৯ সালে আমু দরিয়া পেরিয়ে কাবুল দখল করে সোভিয়েত ফৌজ। হিন্দুকুশের কোলের দেশটিতে নিজেদের অবস্থান মজবুত করতে ওই বায়ুসেনা ছাউনিকে আরও অত্যাধুনিক করে তোলে ক্রেমলিন।

১৫ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

১৯৮৯ সালে আফগানিস্তান ত্যাগ করে সোভিয়েত সেনা। পরবর্তী ১২ বছর বাগরাম বিমানঘাঁটির কোনও সংস্কার হয়নি। ২০০১ সালে মার্কিন ফৌজ হিন্দুকুশের কোলের দেশটি দখল করার পর ফের সেটিকে নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে ওয়াশিংটন। সেই লক্ষ্যে বিপুল অর্থ বরাদ্দ করতে পিছপা হয়নি যুক্তরাষ্ট্রের সরকার। সেই খরচের বহর অবশ্য কত, তা আজও গোপন রেখেছে আমেরিকা।

১৬ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

উত্তর-পশ্চিম আফগানিস্তানের পারওয়ান প্রদেশের অন্তর্গত বাগরাম বিমানঘাঁটির সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় দেড় হাজার মিটার। রাজধানী কাবুল থেকে এর দূরত্ব মেরেকেটে ৬০ কিলোমিটার। বর্তমানে সংশ্লিষ্ট ছাউনিতে রয়েছে দু’টি কংক্রিটের রানওয়ে। সেখানে অনায়াসেই অবতরণ করতে পারে ‘সি-১৭ গ্লোবমাস্টার’ বা ‘সি-১৩০জে সুপার হারকিউলিস’-এর মতো ভারী ওজনের বিশাল বপু সামরিক মালবাহী বিমান। এ ছাড়াও ঘাঁটিটিতে রয়েছে লড়াকু জেট রাখার কমপক্ষে তিনটে বড় হ্যাঙ্গার। বিশ্লেষকদের দাবি, ওখান থেকে ড্রোন হামলাও পরিচালনা করতে পারবে বিশ্বের যে কোনও বাহিনী।

১৭ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

২০১৭-’২১ সালের জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প। ওই সময়ে কাতারের রাজধানী দোহায় তালিবানের সঙ্গে একটি চুক্তি করে তাঁর সরকার। সংশ্লিষ্ট সমঝোতার শর্ত মেনে ২০২০ সাল থেকে ধীরে ধীরে কাবুল ত্যাগ করতে থাকে মার্কিন বাহিনী। এই প্রক্রিয়া পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের সময়েও অব্যাহত ছিল। চুক্তি অনুযায়ী, ২০২১ সালের ১ মে-র মধ্যে আমেরিকার সৈনিকদের হিন্দুকুশের কোলের দেশটি ছাড়ার কথা ছিল। যদিও গোটা প্রক্রিয়াটি শেষ করতে অগস্ট কেটে গিয়েছিল।

১৮ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

যুক্তরাষ্ট্র ফৌজ সরাতেই আফগানিস্তানে দ্বিতীয় বার ক্ষমতায় ফেরে তালিবান। এই ঘটনার চার বছরের মধ্যেই বাগরাম নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ‘আগ্রাসী’ মনোভাবে জটিল হয়েছে পরিস্থিতি। সংশ্লিষ্ট বিমানঘাঁটিটির থেকে বেজিঙের পরমাণু হাতিয়ার তৈরির কেন্দ্রের দূরত্ব এক ঘণ্টারও কম বলে জানিয়েছেন তিনি। আর তাই ছাউনিটি ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প।

১৯ ১৯
India come together with Pakistan and China against Donald Trump’s occupation plan of Afghanistan’s Bagram Airfield

প্রতিরক্ষা বিশ্লেষকদের অবশ্য দাবি, ট্রাম্পের পক্ষে বাগরাম ফেরত পাওয়া মোটেই সহজ নয়। কারণ, স্থলবেষ্টিত আফগানিস্তানে সামরিক অভিযান পরিচালনা করতে হলে পাক ভূমিকে ব্যবহার করা ছাড়া আমেরিকার কাছে দ্বিতীয় রাস্তা নেই। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ফৌজকে সেই করিডর দিয়েছিল ইসলামাবাদ। এ বার কিন্তু সেই সুবিধা পাওয়ার আশা যথেষ্টই কম। কারণ, ‘মস্কো ফরম্যাট’-এর যৌথ বিবৃতিতে উল্টো কথা বলতে শোনা গিয়েছে ভারতের পশ্চিমের প্রতিবেশীকে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy