অলিম্পিকের দু’বছর পর ফিফার বিশ্বকাপে ভারতের সুযোগ এসেছিল যেন পড়ে পাওয়া চোদ্দো আনার মতো করে। এশিয়া থেকে একটি মাত্র দেশের জন্যই ফিফার দরজা খোলা ছিল। কিন্তু ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং বর্মা নিজে থেকেই দল তুলে নিয়েছিল। তারা বিশ্বকাপ খেলতে রাজি হয়নি। ফলে শেষ এবং এক মাত্র এশীয় দল হিসাবে ভারতকে ডাকে ফিফা।