শুধুমাত্র অত্যাধুনিক অস্ত্র আমদানিতে আটকে থাকা নয়। ‘মুক্ত বাণিজ্যচুক্তি’ বা এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) সেরে নিতে ইহুদি ‘বন্ধু’দের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে ভারত। এতে যে ইজ়রায়েলের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা আরও বাড়বে, তা বলাই বাহুল্য। সম্প্রতি দুই দেশের সম্পর্ককে মজবুত ভিত্তি দিতে ‘১০ডি’ শব্দবন্ধের ব্যবহার করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। তাঁর ওই মন্তব্যের কাটাছেঁড়ায় ব্যস্ত হয়ে পড়েছেন বিশ্লেষকদের একাংশ।
কী এই ‘১০ডি’? ভারত-ইজ়রায়েল ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে তার ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী পীযূষ। তাঁর দাবি, সামাজিক ও প্রশাসনিক ভাবে ১০টি কাঠামো এ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এর প্রতিটির আদ্যক্ষরে রয়েছে ইংরেজি বর্ণমালার ‘ডি’। সংশ্লিষ্ট কাঠামোয় লগ্নি কতটা লাভজনক এবং এর থেকে বিনিয়োগকারীরা কী কী সুবিধা পাবেন, অনুষ্ঠানে তা-ও স্পষ্ট করে দেন কেন্দ্রের নরেন্দ্র মোদী মন্ত্রিসভার ওই সদস্য। শুধু তা-ই নয়, ইহুদিদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ডাকও দিয়েছেন তিনি।