সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়া ইস্তক ভারতকে হুমকি দিয়ে চলেছে পাকিস্তান। ইসলামাবাদের সে সব ফাঁকা আওয়াজকে বুড়ো আঙুল দেখিয়ে এ বার পাল্টা পদক্ষেপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সিন্ধু অববাহিকার নদীগুলির সংযোগকারী সম্ভাব্য খাল প্রকল্পের সমীক্ষায় কোমর বেঁধে নেমেছে নয়াদিল্লি। ফলে পশ্চিমের প্রতিবেশী দেশটিতে আরও তীব্র হল জলের সঙ্কটের আশঙ্কা। এতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ সরকার এবং রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের রক্তচাপ যে বাড়বে, তা বলাই বাহুল্য।
সূত্রের খবর, প্রস্তাবিত প্রকল্পটির মাধ্যমে সিন্ধুর বাঁ দিকের উপনদী চন্দ্রভাগার জল পাক পঞ্জাব প্রদেশে যাওয়া বন্ধ করতে চাইছে কেন্দ্র। এর জন্য চন্দ্রভাগা, বিপাশা এবং শতদ্রু সংযোগকারী খাল তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রকল্প বাস্তবে রূপ পেলে দেড় থেকে দু’কোটি একর ফুট জল ভারতের পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে সরিয়ে নিতে পারবে নয়াদিল্লি। সেই মতো খালটির নীল নকশা তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।