কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) এবং মেশিন লার্নিংয়ের হাত ধরে ‘দ্বিতীয় শিল্প বিপ্লব’! দুনিয়া জুড়ে বদলে যাচ্ছে পণ্য উৎপাদনের পদ্ধতি। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। যুগের সঙ্গে তাল মিলিয়ে তাই কারাখানার ভিতরেই ছোট আকারের পরমাণু তড়িৎ চুল্লি নির্মাণের রাস্তায় হাঁটছে ভারত। সংশ্লিষ্ট পরিকল্পনায় সাফল্য এলে রাশিয়া এবং চিনের পাশাপাশি একসারিতে যে নয়াদিল্লির নাম উঠে আসবে তা বলাই বাহুল্য।
ছোট পরমাণু বিদ্যুৎকেন্দ্র, যার পোশাকি নাম স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)। মূল ভূখণ্ড থেকে দূরবর্তী কোনও দ্বীপ হোক বা এআই প্রযুক্তির জন্য তৈরি তথ্যকেন্দ্র (ডেটা সেন্টার)— নিরবচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ‘গেম চেঞ্জার’ হয়ে ওঠার ক্ষমতা রয়েছে সংশ্লিষ্ট এসএমআরের। সাধারণত ৩০০ মেগাওয়াটের কম বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকে এগুলির। বর্তমানে স্মল মডিউলার রিঅ্যাক্টর তৈরির মরিয়া চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি।