প্রথমে ইরানের চাবাহার বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার। তার পর সবাইকে চমকে দিয়ে ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি। হঠাৎ করেই যেন ভারতের উপর অতিরিক্ত সদয় মার্কিন যুক্তরাষ্ট্র! বিশ্লেষকদের একাংশের দাবি, এর মাধ্যমে নয়াদিল্লির সঙ্গে যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে চাইছেন আমেরিকার বর্ষীয়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে একটি বিষয়কেই পাখির চোখ করেছেন তিনি। আর সেটা হল বাণিজ্যচুক্তি। ওয়াশিংটনের ইতিবাচক মনোভাবে এই বিষয়ে জট কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা ট্রাম্পের ভারত-প্রেমের নেপথ্যে একাধিক কারণ খুঁজে পেয়েছেন। তাঁদের যুক্তি, এর মাধ্যমে চিন এবং ইরানের উপর চাপ তৈরির সুযোগ পাচ্ছেন তিনি। তার জন্য নয়াদিল্লির সামনে নিজের ভাবমূর্তি ‘ভাল’ করার প্রয়োজন ছিল তাঁর। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে অপরিশোধিত তেলের বাণিজ্য বৃদ্ধির চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে। তাতে সংশ্লিষ্ট পদক্ষেপগুলি যে অনুঘটকের কাজ করবে, তা বলাই বাহুল্য।