আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলবে ভারত। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্ক বাণ’-এর খোঁচা থেকে আপাতত মুক্তি পাবে নয়াদিল্লি। সংশ্লিষ্ট চুক্তিটিতে সই হলে কতটা লাভবান হবে এ দেশের কৃষকসমাজ থেকে বণিকমহল? না কি উল্টে আর্থিক ভাবে লোকসানের মুখে পড়বেন তাঁরা? সমঝোতা চূড়ান্ত হওয়ার প্রাক মুহূর্তে এই সমস্ত প্রশ্নের কাটাছেঁড়ায় ব্যস্ত বিশেষজ্ঞমহল।
সূত্রের খবর, সংশ্লিষ্ট বাণিজ্যচুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আপেল, ব্লুবেরি ও ব্ল্যাকবেরির মতো বাদাম জাতীয় ফল এবং নির্বাচিত প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত। তবে জিনগত ভাবে পরিবর্তিত ফসলকে কোনও ভাবেই এর আওতায় রাখতে নারাজ নয়াদিল্লি। আগামিদিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ‘মুক্ত বাণিজ্যচুক্তি’ বা এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) হওয়ার কথা রয়েছে কেন্দ্রের। সে ক্ষেত্রে জিনগত ভাবে বদলে যাওয়া ফসলই হতে পারে নয়াদিল্লির তুরুপের তাস।