ভারতীয় ধনকুবেরদের স্বর্ণপ্রেমে ভাটা! হলুদ ধাতুর বদলে ক্রিপ্টো মুদ্রায় মন মজেছে তাঁদের। আর তাই বিটকয়েন, ইথেরিয়াম বা সোলানার মতো ডিজিটাল পয়সায় ঘর বোঝাই করছেন তাঁরা। কেন হঠাৎ সোনায় ‘অরুচি’ ধরেছে এ দেশের বিত্তবানদের? যুগের হাওয়া? না কি পরিকল্পনা করে ক্রিপ্টো মুদ্রায় লগ্নি করছেন তাঁরা? দেশের তাবড় আর্থিক বিশ্লেষকদের কাছে মিলেছে এর ব্যাখ্যা।
ভারতীয় সংস্কৃতিতে সোনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বহু যুগ ধরে এ দেশে বিয়ে, অন্নপ্রাশন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে ‘হলুদ ধাতু’র গয়না উপহার দেওয়ার চল রয়েছে। অনেকে আবার আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখেও সোনা কিনে থাকেন। সাম্প্রতিক সময়ে সেখানে বড় পরিবর্তন লক্ষ করা গিয়েছে। বিশ্লেষকদের দাবি, দু’দশক আগেও এই বদল সে ভাবে চোখে পড়েনি।