এক দিকে স্বয়ংক্রিয় মেশিনগান। অপর দিকে মামুলি কিছু হাতিয়ার হাতে ভারতীয় সেনার অশ্বারোহী বাহিনী। এ-হেন অসম যুদ্ধে প্রথম পক্ষের জয় যেখানে অবশ্যম্ভাবী, ঠিক তখনই সব হিসাব বদলে দিলেন এ দেশের ঘোড়সওয়ার সৈনিকেরা। তাঁদের বীরত্বের সামনে টিকতে না পেরে রণে ভঙ্গ দেয় অটোমান তুরস্কের শক্তিশালী ফৌজ। ফলে ইজ়রায়েলের বন্দর-শহর হাইফাকে তাঁদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয় ভারতীয় সেনা। শতবর্ষ পেরিয়ে সেই বীরগাথা এ বার স্কুলের পাঠ্য ইতিহাস বইয়ে রাখার কথা ঘোষণা করল ইহুদিভূমির সরকার।
চলতি বছরের ২৯ সেপ্টেম্বর হাইফায় নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেখানকার মেয়র ইয়োনা ইয়াহাভ। এর পরই ইহুদিদের স্কুলপাঠ্য ইতিহাস বইগুলি সংশোধন করা হচ্ছে বলে প্রকাশ্যে ঘোষণা করেন তিনি। বলেন, ‘‘এত দিন আমাদের একটা বিষয় ভুল শেখানো হয়েছে। আমরা জানতাম অটোমান তুর্কিদের হাত থেকে হাইফাকে মুক্ত করেছে ব্রিটিশ বাহিনী। কিন্তু সেটা ঠিক নয়। এর পুরো কৃতিত্বই ভারতীয় সৈনিকদের। ‘হিস্টোরিক্যাল সোসাইটি’র গবেষণায় সেই প্রমাণ মিলেছে। আর তাই স্কুলের ইতিহাস বইগুলিকে পরিবর্তন করা হচ্ছে।’’